শুক্রবার, ২রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান
  • সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য
  • হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রতিবেদন উপস্থাপন
  • ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি
  • শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়
  • শ্রমিকদের ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ
  • ‘শ্রমিক-মালিকদের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে’
  • মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে
  • জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের আমড়া
  • বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

বগুড়ায় ট্রাকে আগুন, ককটেল নিক্ষেপ-ভাঙচুর

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত:
২ নভেম্বর ২০২৩, ১৬:১৮

সারাদেশে বিএনপি-জামায়াতের অবরোধের তৃতীয় দিনে বগুড়ায় ঢাকা-দিনাজপুর মহাসড়কে একটি ট্রাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

এছাড়া ট্রাক ও অটোরিকশা ভাঙচুরসহ পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা।

এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার বারোপুর এলাকায় একটি ট্রাক পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

এরআগে, সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের তিনমাথা মোড়ে অবরোধকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে অন্তত আটটি ককটেল ছুঁড়ে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আগুনে পুড়ে যাওয়া ট্রাকটির চালক নূর আলম জানান, তার বাড়ি বারোপুর এলাকাতেই। অবরোধের কারণে গত দুদিন ধরে বাড়িতে বসেছিলেন। ট্রাকটিও (ঢাকা মেট্রো-ড ১২-০০১৪) গ্যারেজ করা ছিল। আজ অবরোধের শেষ দিন। এ কারণে ট্রাকটি ধোয়ার জন্য গ্যারেজ থেকে বের করা হয়। একইসঙ্গে অন্য একটি গ্যারেজে সার্ভিসিং করার জন্য নিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৬ থেকে ৭ জন যুবক এসে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। তখন ভয়ে গাড়ি থেকে নেমে যান তিনি। পরে দুর্বৃত্তরা চলে গেলে তিনি নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় তার হাতের কিছু অংশ পুড়ে যায়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। অগ্নিকাণ্ডে ট্রাকের সামনের অংশ পুড়ে গিয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

অন্যদিকে, বগুড়ায় সকাল থেকেই শহরের বারোপুর মোড়ে ককটেল বিস্ফোরণ করে ভীতিকর পরিস্থিতি তৈরি করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় অটোরিকশা ভাঙচুর ও গাড়ি চলাচল বন্ধ করে দেয় সমর্থকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেয়। সকাল থেকে দুপুর পর্যন্ত শতাধিক পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন প্রশাসনের সহযোগিতায় মহাসড়কে গন্তব্যে যাত্রা করে।

অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, পুলিশকে লক্ষ্য করে অবরোধকারীরা সাত থেকে আটটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে আমাদের কোনো সদস্য আহত হননি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর