রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে
  • সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২৭১
  • সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
  • সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চেষ্টা চলছে
  • আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে যে তথ্য দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • জাতীয় সনদ নিঃসন্দেহে নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করবে
  • চট্টগ্রামে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে জোর প্রস্তুতি চলছে
  • সাংবাদিকতার স্বাধীনতা ছাড়া আইনের শাসন থাকবে না
  • হজে গিয়ে ৫ বাংলাদেশির মৃত্যু

তারেক জিয়া লন্ডনে বসে কিলিং স্কোয়াড গঠন করছে : কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া লন্ডনে বসে কিলিং স্কোয়াড গঠন করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘তারেক জিয়ার দেশে আসার সাহস নেই। সে পালিয়ে গেছে। তাই সে লন্ডনে বসে কিলিং স্কোয়াড গঠন করছে।


এখন তাঁরা মানুষ পুড়িয়ে মারে, বাস-ট্রেনে আগুন দেয়। ৭ তারিখের নির্বাচনের জনগণ ভোট দিয়ে তাঁদের জবাব দেবে।’
রবিবার নোয়াখালীর কবিরহাটের চাপরাশিরহাট বাজার ও কনিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের জনতা বাজারে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

কাদের বলেন, ‘আমাদের বিরোধী পক্ষ নির্বাচনবিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে।


কিন্তু এই নির্বাচনে জনগণ ভোট দিতে চায়। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বানচাল করতে চায়। জনগণ ভোট দিয়ে তা প্রতিহত করবে।’
সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘নির্বাচনে আপনারা সবাই আচরণবিধি মেনে চলবেন।


আমি নিজেও আচরণবিধি মেনে চলি। আপনারা যদি শেখ হাসিনাকে ভালোবাসেন, আমাকে ভালবাসেন, তাহলে নৌকা মার্কায় ভোট দেবেন। ভাববেন না আমি নির্বাচনে জয়ী হয়ে গেছি। ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আমাদের সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে।’ এ সময় বিএনপির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি
এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান সোহেল, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, দাগনভুইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম রতন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

 


এর আগে সকালে ওবায়দুল কাদের নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৬ আসনের কোম্পানীগঞ্জের বসুরহাট থেকে গণসংযোগ শুরু করে চর কাঁকরা হয়ে চাপরাশিরহাট এসে গণসংযোগ করেন। এ ছাড়া মন্ত্রী বিকেলে কবিরহাট উপজেলার, আলগি রাস্তার মাথা, মকবুল চৌধুরীহাট ও আমিনবাজার হয়ে ভূঁইয়ারহাট এসে গণসংযোগ করার কথা রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর