শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • টিউলিপ সিদ্দিককে দুদকে তলব
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ
  • আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, ভয়ের কোন কারণ নেই
  • বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি করা ড. ইউনূসের লক্ষ্য
  • রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সরকারের সহযোগী ভূমিকায় নেই
  • ‘অধিকার আদায়ে তরুণদের আর যেন জীবন দিতে না হয়’
  • বাতিল হচ্ছে সাইবার আইনের ৯৫ ভাগ মামলা
  • ‘বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন’
  • বনভূমি উদ্ধারে পরিবেশ মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্স গঠন
  • দেশের তাপমাত্রা উঠতে পারে ৩৯.৯ ডিগ্রি পর্যন্ত

লক্ষ্মীপুরে নৌকার পোস্টার-ব‍্যানার ও প্রতিকৃতিতে আগুন

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৪, ১৪:০৬

লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে নৌকার প্রতিকৃতি, পোস্টার, ব্যানার ও ফেস্টুনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) গভীর রাতে লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচনী এলাকার লাহারকান্দি ইউনিয়নের হাজী মার্কেটের সামনে এ ঘটনা ঘটানো হয়। 
 
শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনার সত্যতা পাওয়া গেলেও কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। 
 
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলাকার কয়েক জন জানান, রোববার দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাররা যেন কেন্দ্রে না যায় এজন্য বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। পরে নৌকার ব্যানার ও ফেস্টুন আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। হাজী মার্কেটের সামনে কাপড় দিয়ে বানানো নৌকা প্রতীকের ঝুলন্ত প্রতিকৃতি নামিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। 
 
তবে নৌকার প্রতিপক্ষের লোকজনকে দায়ী করেছেন লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান। তিনি বলেন, ঘটনাস্থল এলাকায় নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকুর জনপ্রিয়তা বেশি। ভোটের পরিবেশ নষ্ট করতেই প্রতিপক্ষের লোকজন ঘটনাটি ঘটিয়েছে। আমরা প্রশাসনের কাছে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 
 
লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মোস্তফা বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা কেউ জানাতে পারেনি। নৌকা প্রার্থীর সমর্থকদের লিখিতভাবে সুনির্দিষ্ট অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ককটেল ফাটানোর বিষয়টি আমাদের জানা নেই।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর