শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • টিউলিপ সিদ্দিককে দুদকে তলব
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ
  • আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, ভয়ের কোন কারণ নেই
  • বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি করা ড. ইউনূসের লক্ষ্য
  • রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সরকারের সহযোগী ভূমিকায় নেই
  • ‘অধিকার আদায়ে তরুণদের আর যেন জীবন দিতে না হয়’
  • বাতিল হচ্ছে সাইবার আইনের ৯৫ ভাগ মামলা
  • ‘বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন’
  • বনভূমি উদ্ধারে পরিবেশ মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্স গঠন
  • দেশের তাপমাত্রা উঠতে পারে ৩৯.৯ ডিগ্রি পর্যন্ত

দুপুর পর্যন্ত ভোট পড়েছে ১৮ দশমিক ৫০ শতাংশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ১৫:৩৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরুর পর দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। রবিবার (৭ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

জাহাংগীর আলম বলেন, সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত সারা দেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৮টি বিভাগে মোট ভোট পড়েছে গড়ে ১৮ দশকি ৫০ শতাংশ।


এর মধ্যে ঢাকা বিভাগে ১৭, চট্টগ্রামে ২০, সিলেটে ১৮, বরিশালে ২২, খুলনায় ২১, রাজশাহীতে ১৭ ও ময়মনসিংহ বিভাগে ২০ শতাংশ ভোট পড়েছে।
তিন কেন্দ্রের ভোট স্থগিত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, নরসিংদীতে একটি ও নারায়ণগঞ্জে দুটি কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে। এই তিন কেন্দ্রে আজকে আর ভোট হবে না। এ ছাড়া আরো ৫টি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।


কয়েক ঘণ্টা পর সেগুলো আবার চালু করা হয়েছে। ফরিদপুরে দুটি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছিল, এখন আবার সচল হয়েছে।
মুন্সিগঞ্জ-৩ আসনে প্রার্থীর সমর্থককে হত্যার বিষয়ে প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন মুন্সিগঞ্জে নিহতের ঘটনাটি ভোটের সঙ্গে সম্পৃক্ত নয়। নিহত ব্যক্তি কোনো একটি হত্যা মামলার আসামি ছিলেন।

তিনি দীর্ঘদিন এলাকার বাইরে ছিলেন। এলাকায় আসার পর দুর্বৃত্তরা তাঁকে ছুড়িকাঘাত করেন। ভোটের পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
নির্বাচন কমিশনের মোবাইল এপ্লিকেশনে হ্যাক করার উদ্দেশ্যে সাইবার আক্রমণ চালানো হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, ‘আমরা সকাল থেকে কাজ করছি। রাতেও কাজ করেছি।


এখন আমাদের কাছে যে তথ্য আছে সেটা অনুযায়ী জার্মানি, ইউক্রেন ও পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র থেকে আ্যাটাক করা হয়েছে। এটাক করে স্লো করে দেওয়া হয়েছে। হ্যাক বলা যাবে না। আমাদের আ্যাক্সেস রানিং বাট বাহির থেকে.... আমরা চেষ্টা চালাচ্ছি, এখনো কাজ চলছে বাট স্লো হয়ে একদম। এটা হতেই পারে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর