শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • টিউলিপ সিদ্দিককে দুদকে তলব
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ
  • আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, ভয়ের কোন কারণ নেই
  • বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি করা ড. ইউনূসের লক্ষ্য
  • রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সরকারের সহযোগী ভূমিকায় নেই
  • ‘অধিকার আদায়ে তরুণদের আর যেন জীবন দিতে না হয়’
  • বাতিল হচ্ছে সাইবার আইনের ৯৫ ভাগ মামলা
  • ‘বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন’
  • বনভূমি উদ্ধারে পরিবেশ মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্স গঠন
  • দেশের তাপমাত্রা উঠতে পারে ৩৯.৯ ডিগ্রি পর্যন্ত

হ্যাট্রিক আশেক-কমল

কক্সবাজার জাতীয় নির্বাচন-২০২৪ ফলাফল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৪, ১১:০২

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম হাতঘড়ি মার্কা নিয়ে ৮১ হাজার ৯৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী জাফর আলম ট্রাক প্রতীকে ৫২ হাজার ৮৯৬ ভোট পেয়েছেন।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত আলহাজ্ব আশেক উল্লাহ রফিক নৌকা প্রতীক নিয়ে ৯৭ হাজার ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত নোঙর প্রার্থী শরীফ বাদশা পেয়েছেন ৩৪ হাজার ৪৯৬ ভোট।


কক্সবাজার-৩ (সদর-রামু-ইদগাঁও) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী সাইমুম সরওয়ার কমল নির্বাচিত হয়েছেন ১ লক্ষ ৬৭ হাজার ২৯ টি ভোট পেয়ে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্রপ্রার্থী ঈগল প্রতীকে ব্যারিস্টার মিজান শেখ ২১ হাজার ৯৪৬ ভোট পেয়েছেন। বলা যায় বিপুল সংখ্যক ভোটে বিজয়ী প্রার্থী কমল।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে
শাহিন আক্তার চৌধুরী ১ লক্ষ ২৫ হাজার ৭২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে ছিলেন ঈগল প্রতীক নিয়ে নুরুল বশর ২৯ হাজার ৯২৯ ভোট পেয়েছেন। তিনি ছিলেন স্বতন্ত্র প্রার্থী।


উল্লেখ্য, কক্সবাজার-৩ আসনে ১৩৭ কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবিতে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান, কক্সবাজার-৪ আসনে নুরুল বশর ও জাপা প্রার্থী নুরুল আমিন সিকদারের ভোট বর্জনের ঘোষণা দেন।
অন্যদিকে আশেক উল্লাহ রফিক ও সরওয়ার কমল এবারে হ্যাট্রিক করলেন।

ককসবাজার জেলা ৪ টি আসন নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ৯৬০। মোট ভোট কেন্দ্র ৫৫৬। পুরুষ ভোটার ৮,৭৩,৪৮০ মহিলা ৭,৭৭,৪৭৮। তাছাড়া ২জন হিজড়া ভোটার ছিল। ৪ টি সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ২৬ জন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর