মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

র‌্যাবের অভিযানে ৫৭কেজি গাঁজা দুটো গাড়ি মোবাইল জব্দ, আটক ৩

হারুনূর রশিদ ,নরসিংদী

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪, ১৬:১৮

নরসিংদীর রায়পুরায় র‌্যাব-১১ এর পৃথক অভিযানে ৫৭কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুটো সাদা রং এর প্রাইভেটকার, নগদ অর্থ ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

রবিবার (২১ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার মরজাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সংক্রান্ত ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে রায়পুরা থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামীরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মৃত হোসেন আলীর ছেলে মো: মিঠু (২৮), রংপুরের পীরগাছা এলাকার বাবুল আক্তারের ছেলে চালক মো: সেলিম আহম্মেদ হোসেন (৩৬), আরিফ (২২) ও মো: আজিজ (৩৫), জামালপুরের দেওয়ানগঞ্জ এর ওয়াজেদ আলীর ছেলে মো: জুয়েল (২০) ও রাজিব (২৮)। এর মধ্যে ৩ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এজহার সূত্রে জানা গেছে, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সদস্যরা রায়পুরার মরজাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের হারুন মটর এন্ড টায়ার স্টোরের সামনে পাকা রাস্তার উপর টহল চলাকালীন সময়ে দ্রæত গতিতে আসা একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে গাড়িটি দ্রুত চেকপোষ্ট অতিক্রম করে। পরে গাড়িটিকে থামালে গাড়িতে থাকা ৪ জন পালিয়ে যাওয়ার চেষ্টার সময় দুইজনকে আটক করা হয় অপর ২জন আরিফ ও সেলিম আহমেদ হোসেন পালিয়ে যায়। এবং মরজাল সোনালী ব্যাংক এর সামনে থেকে আরো ১জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকেও ১টি পিকআপ জব্দ করা হয়। এ নিয়ে মোট ৩ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। দুই মামলায় আসামীদের কাছ থেকে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ১১ লক্ষ ৪০ হাজার টাকা। এছাড়াও তাদের কাছ থেকে নগদ টাকা ও ৫ টি মোবাইল ফোন, ২টি গাড়ি জব্দ করা হয়।


রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, পৃথক দুটো মামলায় ৫৭কেজি গাঁজাসহ দুটো সাদা রং এর প্রাইভেটকার, নগদ অর্থ ও ৫টি মোবাইল ফোন থানায় জব্দ দেখানো হয়েছে। গ্রেফতারকৃত ৩জনকে সোমবার দুপুরে পুলিশী প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর