মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

শিক্ষার্থীদের বই উপহার দিল ইবি ছাত্রলীগ

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:২৫

মহান ভাষার মাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে 'অসমাপ্ত আত্মজীবনী' বইটি সাধারণ শিক্ষার্থীদের হাতে তোলে দিলেন শাখা ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। রবিবার ( ৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে একাংশ নেতা কর্মীদের উপস্থিতিতে শতাধিক বই বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ, মোজাহিদ সহ প্রায় হল ইউনিটের শতাধিক নেতাকর্মী।

আল ফিকহ লিগাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন বই পেয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি চলে যাচ্ছিলাম, হঠাৎ দেখি এখানে বই বিতরণ করা হচ্ছে, তাই এসে একটা নিয়ে নিলাম। ইচ্ছা ছিল বইটা পড়ব, ওনার সময়কার কর্মকাণ্ড ও অনুভূতিগুলো এখানে ব্যক্ত করা হয়েছে। আশা করি অনেক কিছু জানতে পারব। ধন্যবাদ জানাচ্ছি ছাত্রলীগকে।

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ সালাউদ্দিন বলেন, আমি শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী, এই বইটি আগে পড়া হয়নি যদিও বঙ্গবন্ধু সম্পর্কে স্টাডি কিছুটা ছিল। বইটি পাওয়ার পর ভালো লাগতেছে। এখন যা জানি বঙ্গবন্ধু সম্পর্কে তার চেয়ে বেশি ধারণা পাব এটি পড়ার মাধ্যমে।

এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, নবীন শিক্ষার্থীরা এই বইটি পড়ার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং পুরো জীবনকর্ম সম্পর্কে ধারণা নিতে সহয়তা করবে। অধিকাংশ সময় যিনি জেলখানায় কাটিয়েছেন, বন্দিখানায় থাকা অবস্থায় ওনার রাজনৈতিক জীবন সংগ্রাম সেই সম্পর্কে তরুণ প্রজন্ম জানতে জানতে পারবে এবং সেইভাবে উপলব্ধি করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলবে। নবীন শিক্ষার্থীদের ইবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের পুরোটা সময় স্বদেশের মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার সংগ্রামী জীবনের লিপিবদ্ধ করে গেছেন "অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থটিতে। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বইটি শিক্ষার্থীদের উপহার দিচ্ছি যাতে তারা একটি জাতি গড়ার পেছনে জাতির পিতার যে অবদান, তা জানতে পারে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর