মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • লিবিয়ায় বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা

কুপিয়ে হত্যার পর বাড়ির সামনে ফেলে গেল লাশ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৪, ১০:৫৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করেছে স্বজনরা।

৯ ফেব্রুয়ারি শুক্রবার রাত সোয়া ১১টার দিকে চাষাড়া বালুর মাঠ এলাকা থেকে ধরে নিয়ে মাসদাইরখানকার মোড় এলাকায় কুপিয়ে হত্যা করা হয় আল আমিন ওরফে দানিয়ালকে (২৮) 

নিহত দানিয়াল মাসদাইর খানকার মোড় এলাকার মৃত দেলু মিয়ার ছেলে। আহত শুভ (২৭) একই এলাকার শাহ জালালের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছরের ১৫ জুন রাতে মাসদাইর বাড়ৈভোগ বাজারে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দানিয়াল ও তার লোকজন তাদের প্রতিপক্ষের রমু বাহিনীর রমুর নাতি অনিককে (২৮) কুপিয়ে গুরুতর জখম করেন। তখন এ ঘটনায় দানিয়াল ও তার লোকজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অনিকের পরিবার মামলা দায়ের করেন। এ ঘটনার জের ধরেই দানিয়াল ও শুভকে শুক্রবার রাতে চাষাঢ়ায় আটক করে রমু বাহিনী। সেখানে প্রথমে তাদের দুজনকে মারধর করে মাসদাইর খানকার মোড় এলাকায় নিয়ে যায়।

এরপর প্রকাশ্যে দুজনকে কুপিয়ে জখম করে। তারপর মৃত ভেবে দুজনের নিথর দেহ তাদের বাড়ির সামনে ফেলে যায়। তখন পরিবারের লোকজন দুজনকে হাসপাতালে নিয়ে গেলে দানিয়ালকে মৃত ঘোষণা করেন আর শুভকে ঢাকা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক।

নিহতের স্ত্রী রাত্রি আক্তার জানান, দুই বছর আগে তার সঙ্গে দানিয়ালের বিয়ে হয়। গতকাল রাত ১০টার দিকে দানিয়াল তার বন্ধু শুভকে নিয়ে চাষাঢ়া ঘুরতে যায়। সেখানেই এই ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম আহমেদ জানান, ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে রমু বাহিনী এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। যারা এ ঘটনায় জড়িত তাদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর