মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চিকিৎসার নিরাপদ পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর সরকার
  • ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না
  • ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর জেল
  • পররাষ্ট্রসচিবসহ ৬ জনের সদস্যপদ স্থগিত করল অফিসার্স ক্লাব
  • চিকিৎসকদের জন্য সুখবর, বেতন বৃদ্ধির প্রস্তাব
  • সারাদেশে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ
  • সরকারপ্রধান হিসেবে প্রথমবার নিজ এলাকায় যাচ্ছেন ড. ইউনূস
  • শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
  • আপিলের জন্য জুবাইদা রহমানের ৫৮৭ দিনের বিলম্ব মওকুফ
  • লিবিয়ায় বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

পিডিএফ জবি শাখার নেতৃত্বে রায়হান ব্যাপারী ও রাইসাতুল জান্নাত

রোকাইয়া তিথি, জবি

প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৪০

ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ সেশনের নতুন কমিটির জন্য রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান ব্যাপারীকে সভাপতি এবং ইসলামিক শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাইসাতুল জান্নাত জোইয়াইরিয়াকে সাধারণ সম্পাদক নিযুক্ত করে ১২ফেব্রুয়ারি, ২১ সদস্যর কমিটি ঘোষণা করা হয়েছে।


২০২৪ সেশনের গঠিত কমিটিতে ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন সমাজকর্ম বিভাগের নাহিদ হাসান রাসেল এবং ইসলামিক শিক্ষা বিভাগের শিহাব মোর্শেদ সোহান । এছাড়াও জয়েন্ট সেক্রেটারি পদে রয়েছেন নাঈম আকন (সমাজবিজ্ঞান বিভাগ), ফাইন্যান্স সেক্রেটারি নিসরাত জাহান লিজা (সমাজবিজ্ঞান বিভাগ), অফিস সেক্রেটারি রূপা আক্তার (লোক প্রশাসন বিভাগ) , অর্গানাইজিং সেক্রেটারি সিন্দিদ চৌধুরী ( সমাজ বিজ্ঞান বিভাগ ), ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি মো: আফজাল হোসেন (অর্থনীতি বিভাগ), স্টুডেন্ট ওয়েলফেয়ার সেক্রেটারি মোছা: উম্মে মাবুদা (সমাজকর্ম বিভাগ), কমিউনিকেশন সেক্রেটারি সাদিয়া খানম (লোকপ্রশাসন বিভাগ), প্রেস সেক্রেটারি মোছাঃ রোকাইয়া আক্তার ( ভূগোল ও পরিবেশ বিভাগ ), কর্পোরেট নেটওয়ার্কিং সেক্রেটারি মোছা: ফারিয়া ইয়াসমিন (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি সেক্রেটারি মেজবা সুলতানা জ্যোতি (লোক প্রশাসন বিভাগ), লজিস্টিকস সেক্রেটারি মেহেদী হাসান (ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ), আইটি সেক্রেটারি নওরিন আক্তার (সমাজবিজ্ঞান বিভাগ), ভলেন্টিয়ার ম্যানেজমেন্ট সেক্রেটারি তনিমা বিনতে সাইফ(লোকপ্রশাসন বিভাগ), কালচারাল সেক্রেটারি রহনুমা নূরাইন বুশরা ( সমাজ বিজ্ঞান বিভাগ ), লিটারেচার অ্যান্ড পাবলিক সেক্রেটারি মো: সাজ্জাদ হোসেন (অর্থনীতি বিভাগ), এক্সিকিউটিভ মেম্বার হিসেবে রয়েছেন মোঃ সাজ্জাদ হোসেন ( অর্থনীতি বিভাগ ),স্পোর্টস সেক্রেটারি বিপুল চন্দ্র (উদ্ভিদ বিজ্ঞান বিভাগ), একজিকিউটিভ মেম্বার মিন্টু মিয়া (ইতিহাস বিভাগ)।

২০০৮ সালে পিডিএফ প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ঢাবি, রাবি, জবি, জাবি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে। জবি পিডিএফ এর প্রধান উপদেষ্টা ও পরিচালক (ছাত্র কল্যাণ ) ড. জি এম আল আমিন , জবি পিডিএফ এর উপদেষ্টা মন্ডলীর আহ্বায়ক এবং সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মুহাঃ শহীদুল হক, সদস্য সচিব অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রাজেশ কুমার দেব ও সদস্য সচিব লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শাহ মো. আজিমুল এহসান এর তত্ত্বাবধানে জবি পিডিএফ দীর্ঘদিন প্রতিবন্ধী শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য সফল ভাবে কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অধ্যায়ন, বিভিন্ন বৃত্তির ব্যবস্থাকরন, আবাসন নিশ্চিতকরণ, সফট স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রাম সহ নানান সাংস্কৃতিক কার্যক্রম সফলতার সাথে পরিচালনা করে যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা থেকে বিভিন্ন সময় আর্থিক সহায়তা পেয়েছে ১৫জন প্রতিবন্ধী শিক্ষার্থী । ৬২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহয়তায় কাজ করে চলেছে বিশ্ববিদ্যালয়ের শতাধিক ভলেন্টিয়ার্স৷ । যারা তাদের কর্ম ক্ষেত্রের মধ্যে দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

উল্লেখ্য, পিডিএফ এর প্রতিষ্ঠাতা মিজানুর রহমান কিরণ এ সংগঠনের সফলতার জন্য ২০১৭ সালে “FORBES 30 UNDER 30” পুরষ্কারে ভূষিত হোন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর