মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • গরুর দেশীয় জাত হারানোর বিনিময়ে আধুনিক জাত দরকার নাই
  • এনবিআর বিলুপ্তিতে কর্মকর্তাদের দুশ্চিন্তার কিছু নেই
  • চিকিৎসার নিরাপদ পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর সরকার
  • ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না
  • ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর জেল
  • পররাষ্ট্রসচিবসহ ৬ জনের সদস্যপদ স্থগিত করল অফিসার্স ক্লাব
  • চিকিৎসকদের জন্য সুখবর, বেতন বৃদ্ধির প্রস্তাব
  • সারাদেশে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ
  • সরকারপ্রধান হিসেবে প্রথমবার নিজ এলাকায় যাচ্ছেন ড. ইউনূস
  • শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

ইবিতে মিউজিক এসোসিয়েশনের উদ্যোগে ফাগুন উৎসব

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৪৬

একদিকে ফাগুনে বসন্তের সমীর, গাছে গাছে হলুদ ফুল, শিক্ষার্থীদের গায়ে জড়ানো হলুদ শাড়ি, প্রেম প্রণয়নের খুনসুটি আর কত কী! এরই অংশ হিসেবে 'কুহরণ' নামের গানের সুরে ফাগুনকে বরণ করে নিলো ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মিউজিক এসোসিয়েশন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী ক্যাম্পাসের ডায়না সত্বরে এ ফাগুন উৎসব আয়োজন করা হয়। অনুষ্ঠানটির যৌথ সঞ্চলনায় ছিলেন ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সাইমুম ও তনু।

জানা যায়, মনে রেখো আমার এ গান, এমনও বসন্তে বন্ধু আইলো না, মনে কে প্রাণে চায়, একা বেঁচে থাকতে শেখো প্রিয়, নিঠুর মনোহর, ফাগুন হাওয়া, তোমার ঘরে বসত করে কয়জনা, সোনারও পালঙ্কের ঘরে, বসন্ত বাতাসে, অনেক সাধনার পরে, গান গায় আমার, মন রে বুঝায়, ও আমার বন্ধু গোঁ, নারী হয় লজ্জাতে লাল, আমি তোহ সেই ঘরের মালিক নই, এটা তোমার আমার গান, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, বন্ধু তুমি, আইলা না ও ইন্দুবালা সহ ৩০ টির মতো গান পরিবেশনা করা হয়।


সংগঠনটির সভাপতি আবদুল্লাহ্ পারভেজ বলেন, সবাই ফুলে ফলে বসন্তকে বরণ করে নিচ্ছে, আমরা একটু নাচ গানের মাধ্যমে বসন্ত উৎসব পালন করছি। অনেক চ্যালেঞ্জ ছিল এটি আয়োজন করতে। আমার প্রত্যাশা থাকবে অনাগত দিন গুলোতে এই আয়োজন আরো প্রাণোচ্ছলভাবে, বৃহৎ আকারে আয়োজিত হবে এবং বাঙ্গালি সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে পড়বে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর