মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • গরুর দেশীয় জাত হারানোর বিনিময়ে আধুনিক জাত দরকার নাই
  • এনবিআর বিলুপ্তিতে কর্মকর্তাদের দুশ্চিন্তার কিছু নেই
  • চিকিৎসার নিরাপদ পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর সরকার
  • ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না
  • ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর জেল
  • পররাষ্ট্রসচিবসহ ৬ জনের সদস্যপদ স্থগিত করল অফিসার্স ক্লাব
  • চিকিৎসকদের জন্য সুখবর, বেতন বৃদ্ধির প্রস্তাব
  • সারাদেশে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ
  • সরকারপ্রধান হিসেবে প্রথমবার নিজ এলাকায় যাচ্ছেন ড. ইউনূস
  • শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

উপাচার্য

জবিতে চালু হবে টিচার ইভালিউশন

রোকাইয়া তিথি, জবি

প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারী ২০২৪, ১২:০৩

ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ১৮তম ব্যাচের নবীন বরণ ও ১৩তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনূষ্ঠিত হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। তিনি নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমাদের শিক্ষার্থীরা অনেকসময় মেধাতালিকা অনুসারে নিজস্ব পছন্দের বিষয়ে ভর্তি হতে পারে না। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিশাল সংখ্যক প্রতিযোগী থাকায় স্বতন্ত্রভাবে বিষয়ভিত্তিক ভর্তি প্রক্রিয়াও সম্ভব হচ্ছে না। এজন্য সরকার বিকল্প পদ্ধতি ন্যাশনাল টেস্টিং অথোরিটি (এনটিএ) শুরু করার চিন্তা ভাবনা করছে।”


তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের মেধাবী হলেই হবে না, মেধার চর্চা করতে হবে, নিজেদের মধ্যে নৈতিকতা তৈরি করতে হবে- আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের লোভ সংবরণ করা শিখতে হবে। যে সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা বড় হচ্ছি সেখানে আমাদের বিচ্যুতি আছে। যে বিচ্যুতির কারণে আমরা সামন্তবাদী মনোভাব পোষণ করি, আর এই মনোভাবটা আমাদের পরিহার করা উচিত।”
তিনি বলেন, “অতি শীঘ্রই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টিচার ইভালিউশন চালু হবে এতে করে স্বচ্ছতা বাড়বে। আর ভালো শিক্ষক অবশ্যই নিজ গবেষণা কার্য শেষ করে জ্ঞান আহরণ করে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।”


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, বিভাগীয় অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান এবং সহযোগী অধ্যাপক ড. সৈয়দা ইসরাত নাজিয়া।

এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক ও সহযোগী অধ্যাপক ড. নাজমুন নাহার এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শবনম শারমিন লুনা।


অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকসহ নবীন ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর