বুধবার, ১৪ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • গরুর দেশীয় জাত হারানোর বিনিময়ে আধুনিক জাত দরকার নাই
  • এনবিআর বিলুপ্তিতে কর্মকর্তাদের দুশ্চিন্তার কিছু নেই
  • চিকিৎসার নিরাপদ পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর সরকার
  • ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না
  • ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর জেল
  • পররাষ্ট্রসচিবসহ ৬ জনের সদস্যপদ স্থগিত করল অফিসার্স ক্লাব
  • চিকিৎসকদের জন্য সুখবর, বেতন বৃদ্ধির প্রস্তাব
  • সারাদেশে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ
  • সরকারপ্রধান হিসেবে প্রথমবার নিজ এলাকায় যাচ্ছেন ড. ইউনূস
  • শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

ইবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:১৫

“স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১০ টার দিকে পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে এসে সমাপ্ত হয়।

এসময় র‌্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. মো: মাহাবুবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন, পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো: কামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. মো: সাজ্জাদ হোসেন, সহকারী অধ্যাপক মো: মতিয়ার রহমান মোল্লা, প্রভাষক সুমন বিশ্বাসসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. মো: মাহাবুবুর রহমান বলেন, বাংলাদেশে ৪র্থ বারের মতো পরিসংখ্যান দিবস পালিত হচ্ছে। তবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের আয়োজনে ৩য় বারের মতো পালন করছি। যদিও গত বছর কুইজ, আলোচনা সভা, শিক্ষার্থীদের বিভিন্ন উপায়ে মূল্যায়ন করেছিলাম কিন্তু এবার কিছু শিক্ষক শিক্ষা ছুটিতে থাকায় বড় পরিসরে আয়োজন করতে পারিনি। র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে শেষ করেছি। ক্যাম্পাসে দিবসটি পালনে ধারাবাহিক অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, জাতীয় পরিসংখ্যান ব্যবস্থাকে একটি সুসংহত আইনগত ভিত্তির ওপর দাঁড় করাতে বর্তমান সরকার ‘পরিসংখ্যান আইন-২০১৩’ এবং পরিসংখ্যান ব্যবস্থার সমন্বিত উন্নয়নের জন্য ‘জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র-২০১৩-২০২৩’ প্রণয়ন করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর