বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • গরুর দেশীয় জাত হারানোর বিনিময়ে আধুনিক জাত দরকার নাই
  • এনবিআর বিলুপ্তিতে কর্মকর্তাদের দুশ্চিন্তার কিছু নেই
  • চিকিৎসার নিরাপদ পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর সরকার
  • ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না
  • ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর জেল
  • পররাষ্ট্রসচিবসহ ৬ জনের সদস্যপদ স্থগিত করল অফিসার্স ক্লাব
  • চিকিৎসকদের জন্য সুখবর, বেতন বৃদ্ধির প্রস্তাব
  • সারাদেশে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ
  • সরকারপ্রধান হিসেবে প্রথমবার নিজ এলাকায় যাচ্ছেন ড. ইউনূস
  • শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

নিরাপত্তা মহড়া দিলো ফায়ার সার্ভিস

কালিয়াকৈরে থানা কম্পাউন্ডে অগ্নি

মোহাম্মদ মিজানুর রহমান, গাজীপুর

প্রকাশিত:
২৯ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:০০

গাজীপুরের কালিয়াকৈরে থানা কম্পাউন্ডে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত মহড়া দিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ মহড়া দেয়।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ প্রতি বছর অগ্নি নিরাপত্তা সংক্রান্ত মহড়া দেওয়া হয়। এর ধারাবাহিকতায় বুধবার বেলা ১১টার দিকে থানা কম্পাউন্ডে এ মহড়া দেওয়া হয়েছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম অগ্নি নিরাপত্তা সংক্রান্ত মহড়া সম্পন্ন করে। কালিয়াকৈর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার রায়হান চৌধুরীর নেতৃত্বে এ মহড়া দেওয়া হয়।

এসময় থানার অফিসার ও ফোর্স ওই মহড়ায় অংশগ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম, তদন্ত ওসি সাব্বির রহমান, ওসি অপারেশন যোবায়ের হোসেন, সেকেন্ড অফিসার আজিম হোসেনসহ থানার অন্যান্য অফিসারসহ সকল পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার রায়হান চৌধুরী জানান, ওই থানার প্রত্যেক সদস্যদের হাতে-কলমে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত মহড়া সম্পন্ন করা হয়।

এর মাধ্যমে তারা নিজে ও পরিবারও সচেতন হবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, প্রতিবছরই আমরা অগ্নি নিরাপত্তা সংক্রান্ত মহড়া করে থাকি। এর ধারাবাহিকতায় থানায় এ মহড়া দেওয়া হয়েছে। তবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মহড়া দেওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর