বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • গরুর দেশীয় জাত হারানোর বিনিময়ে আধুনিক জাত দরকার নাই
  • এনবিআর বিলুপ্তিতে কর্মকর্তাদের দুশ্চিন্তার কিছু নেই
  • চিকিৎসার নিরাপদ পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর সরকার
  • ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না
  • ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর জেল
  • পররাষ্ট্রসচিবসহ ৬ জনের সদস্যপদ স্থগিত করল অফিসার্স ক্লাব
  • চিকিৎসকদের জন্য সুখবর, বেতন বৃদ্ধির প্রস্তাব
  • সারাদেশে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ
  • সরকারপ্রধান হিসেবে প্রথমবার নিজ এলাকায় যাচ্ছেন ড. ইউনূস
  • শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

জনপ্রিয় ইসলামিক বক্তা ড. লুৎফুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন

খোরশেদ আলম রনি , লক্ষ্মীপুর

প্রকাশিত:
৪ মার্চ ২০২৪, ১৪:৪৩

লক্ষীপুর জেলার প্রবীণ আলেমে দ্বীন বাংলাদেশ মজলিসুম মুফাসিরিনের সভাপতি জনপ্রিয় ইসলামিক বক্তা আল্লামা ড.লুৎফুর রহমান গত রবিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে রামগঞ্জ উপজেলার গাজীপুর রাজ্জাকিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার ভক্ত, অনুরাগী ও তৌহিদী জনতার উপস্থিতিতে বিশ্বনন্দিত মুফাসসির প্রবীন আলেমে দ্বীন আল্লামা ড. লুৎফুর রহমান সাহেবের জানাজা সম্পন্ন হয়েছে।

জানাজায় ইমামতি করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রাসুল সা: সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী সাহেব।

এছাড়া জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরোয়ার, সহকারি সেক্রেটারি মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান, এলডিপি মহাসচিব জনাব শাহাদাত হোসেন সেলিম, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. রেজাউল করিম, জেলা আমীর জনাব রুহুল আমিন ভূইয়া, জেলা নায়েবে আমীর এড. নজির আহমদ, জেলা নায়েবে আমীর জনাব এ আর হাফিজ উল্যাহ, জেলা সহকারি সেক্রেটারি এড. মহসিন কবির মুরাদ, রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা জাহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন ড. খলিলুর রহমান মাদানী, মুহাদ্দিস আবু নছর আশরাফী মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী, সাইয়্যেদ মাহবুব ইজ্জুদ্দীন তাহের জাবেরী আল মাদানী সহ দেশ বরণ্য ওলামায়ে কেরাম ও মরহুমের পরিবারের সদস্যবৃন্দ। এছাড়াও দল-মত নির্বিশেষে বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য রবিবার রাত সাড়ে আটটার নাগাদ রাজধানীর কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে, সকাল ৮ টা ৩০ মিনিটে গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা ও মরহুমের নিজ বাড়িতে তৃতীয় জানাযা অনুষ্ঠিত ও দাফন সম্পন্ন হয়েছে।

ওলামায়ে কেরাম তাদের বক্তব্যে বলেন তিনি দীর্ঘ প্রায় ৬০ বছর কুরআনের তাফসির পেশ করেছেন, দেশের প্রতিটি জেলা, উপজেলা সহ প্রত্যন্ত অঞ্চলে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জাপান, কোরিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সমূহ সহ বিশ্বের বহু দেশেও কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন।এমন জনপ্রিয় মুফাসসিরকে হারিয়ে মানুষ আজ মর্মাহত, শোকাহত।

মাওলানা লুৎফুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আব্দুস সামাদের ছেলে। ব্যক্তিজীবনে মাওলানা লুৎফুর রহমান ৫ কন্যা ও ২ ছেলের বাবা। বক্তা হিসেবে দেশব্যাপী তার পরিচিতি রয়েছে।

আল্লামা লুৎফুর রহমান কর্মজীবনে রাজখালি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর