বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • গরুর দেশীয় জাত হারানোর বিনিময়ে আধুনিক জাত দরকার নাই
  • এনবিআর বিলুপ্তিতে কর্মকর্তাদের দুশ্চিন্তার কিছু নেই
  • চিকিৎসার নিরাপদ পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর সরকার
  • ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না
  • ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর জেল
  • পররাষ্ট্রসচিবসহ ৬ জনের সদস্যপদ স্থগিত করল অফিসার্স ক্লাব
  • চিকিৎসকদের জন্য সুখবর, বেতন বৃদ্ধির প্রস্তাব
  • সারাদেশে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ
  • সরকারপ্রধান হিসেবে প্রথমবার নিজ এলাকায় যাচ্ছেন ড. ইউনূস
  • শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

মার্কেটিং বিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইবিতে কর্মশাল

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
৫ মার্চ ২০২৪, ১৮:৩৮

শিক্ষার্থীরা মার্কেটিং ফিল্ডে কিভাবে ভালো করতে পারে এবং কর্পোরেট লাইফে কিভাবে কাজ করবে বা জব পেলে কিভাবে উন্নতি করবে সার্বিক বিষয়ে কর্মশালা আয়োজন করেছে বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং ক্লাব।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১২ টায় ব্যবসায় অনুষদের মার্কেটিং বিভাগে সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় মার্কেটিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. সাদিকুল আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মার্কেটিং ক্লাবের আহ্বায়ক ও সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামানিক ও প্রভাষক মো: আলাল উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড এর টেরিটরি অফিসার সাজিদ কবির, বাংলা লিংকের জোনাল ম্যানেজার কাজি নাফিজ হক সেতু।

কর্মশালার রিসোর্স পারসন বা প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড আঞ্চলিক প্রধান শাহ মো: আবু আলমগীর সিদ্দিক। আলোচনায় তিনি মার্কেটিং সেক্টরে কিভাবে একজন শিক্ষার্থীর কতটুকু প্রাকটিকাল জ্ঞান ও এথিক্স প্রয়োজন তা নিয়ে বিস্তর প্রশিক্ষণ দিলেন বিভাগীয় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে।

তিনি বলেন, একজন ফ্রেশার জবে ঢুকার পর কিভাবে সহকর্মীদের সাথে আচরণ করতে হয় এবং তার দায়িত্ব কী সেটা বুঝে ওঠাটাই মার্কেটিং এর সাফল্য। কমিউনিকেশন, ইন্টার পারসোনাল স্কিল, এনালাইসিস এবং ইনোভেটিভ চারটা স্তর বুঝতে পারলেই কর্পোরেট লাইফে সফল হওয়া সম্ভব।

মার্কেটিং ক্লাবের সাধারণ সম্পাদক সুলতান বলেন, আসলে এটা ছিলো আমাদের ক্লাবের পক্ষ থেকে প্রথম কোনো ইভেন্ট অরগানাইজ করা। আমরা খুবই খুশি অরগানাইজিং কমিটিতে যারা আছি। আমরা সবাই খুবই আনন্দিত যে এরকম একটা সেমিনার আয়োজন করতে পেরে। সেমিনারটি ছিলো মূলত কিভাবে একটা করপোরেট জবের জন্য একজন মার্কেটিং এর স্টুডেন্ট নিজেকে প্রস্তুত করতে পারে। এবং সেই হিসেবে যে রিসোর্স পারসোন ছিলেন তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি আমাদের বিভিন্নভাবে উপকৃত করেছে এবং আমরা অনেককিছু শিখেছি। আমরা চাই যে ক্লাবের বিভিন্ন কার্যক্রমের মধ্যদিয়ে শিখবো এবং সামনে এগিয়ে যাবো। আমাদের ক্লাব সমৃদ্ধ হবে এবং পাশাপাশি ডিপার্টমেন্টও।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর