বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড
  • সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন
  • চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
  • আ.লীগের খবর প্রকাশ করলেই শাস্তি!
  • গরুর দেশীয় জাত হারানোর বিনিময়ে আধুনিক জাত দরকার নাই
  • এনবিআর বিলুপ্তিতে কর্মকর্তাদের দুশ্চিন্তার কিছু নেই
  • চিকিৎসার নিরাপদ পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর সরকার
  • ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না
  • ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর জেল
  • পররাষ্ট্রসচিবসহ ৬ জনের সদস্যপদ স্থগিত করল অফিসার্স ক্লাব

খুলনার গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ দাবিতে মানববন্ধন

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
৬ মার্চ ২০২৪, ১৭:২২

খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ, বিমান বন্দর নির্মাণের স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নির্মাণ কাজ শুরু, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠাসহ আসন্ন বর্ষা মৌসুমের পূর্বে নগরীর ড্রেনেজ, পয়ঃ নিষ্কাশন ও ওয়াসার কার্যক্রম সম্পন্ন করা, মশক নিধনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যুৎ ও গ্যাসসহ নিত্য প্রয়োজীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে আজ বুধবার নগরীর পিকচার প্যালেস মোড়ে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান এর সভাপতিত্বে, মহাসচিব শেখ মোহাম্মাদ আলী, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ এর পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে দলমত নির্বিশেষে খুলনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচীতে বক্তারা খুলনার শহর রক্ষা বাঁধসহ (ভৈরব ও রূপসা) নদীর তীরবর্তী রিভার ভিউ রোড ও পার্ক নির্মাণ, কেডিএ কর্তৃক নির্মাণাধীন রূপসা বাইপাস সড়ক, থ্রি লিংক রোড প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন, খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত আধুনিক পাবলিক হল নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন, খুলনা-যশোর রোড ৬ লেনে উন্নীত, খুলনা শেখ আবু নাসের বিভাগীয় ষ্টেডিয়ামটি সংষ্কার করে স্থানীয় ও আন্তজার্তিক মানের খেলার উপযোগী করা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালটি আধুনিকায়নসহ ২০০০ (দুই হাজার) বেডে উন্নীতকরণ ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালটিতে পূর্বের পরিকল্পনা অনুযায়ী পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা চালু, পদ্মা সেতু পরবর্তী বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী খুলনাকে পরিকল্পিত নগরায়নের স্বার্থে মহাপরিকল্পনা গ্রহণ ও খুলনা সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি, খুলনার বন্ধ মিল-কলকারখানাগুলো সরকারী ও বেসরকারী উদ্যোগে দ্রুত চালু, রূপসা, ভৈরব, শৈলমারী, ময়ূর নদসহ খুলনা’র পাশ্ববর্তী নদীসমূহ ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্যতা রক্ষা ও পানি প্রবাহ নিশ্চিত করা, খুলনা টেক্সটাইল মিলের অ-ব্যবহৃত জমি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ব্যবহার উপযোগী করা এবং পাশ্ববর্তী বয়রা মেইন রোড সম্প্রসারণ, খুলনায় পূর্নাঙ্গ টেলিভিশন কেন্দ্র চালু এবং খুলনা বিভাগীয় শহরে বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা, মেরিন একাডেমী ও ক্যাডেট কলেজ স্থাপন করার জোর দাবি জানান।

মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, শেখ ফারুক হাসান হিটলু, বিএনপি’র জেলা ১নং যুগ্ম আহবায়ক শেখ আবু হোসেন বাবু, জাতীয় পার্টির নেতা এ্যাড. মহানন্দ সরকার, অধ্যাপক মোঃ গাউসুল আজম, শাহ্ লায়েক উল্লাহ, আব্দুল আল মামুন, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, ওয়ার্কাস পার্টির নেতা শেখ মফিদুল ইসলাম, দেলোয়ার রহমান দিলু, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাসার, মামনুরা জাকির খুকুমনি, সাবেক সভাপতি, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাস্টার, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, এ্যাড. বাবুল হাওলাদার, সিলভি হারুণ, এ্যাড. আ.ফ.ম. মহসীন, মাহাবুবুর রহমান খোকন, রসু আক্তার, নুরুজ্জামান খান বাচ্চু, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আযম খান, যুব বিষয়ক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ হাফিজুর রহমান চৌধুরী, বিশ্বাস জাফর আলী, মোঃ ইদ্রিস আলী খান শেখ আবুল কাশেম, সরদার আবু তাহের, আয়কর বারের সাবেক সভাপতি এ্যাড. শেখ আমিনুর রহমান, সুজয় সাহা, গোপাল সাহা, লোকমান হাকিম মোঃ আনিসুজ্জামান, মোস্তফা শরিফুল ইসলাম, সৈয়দ আলী হাকিম, শাহ্ মোঃ ওয়াহিদুজ্জামান, আজিম উর রহমান মুরাদ, সরদার আশিক, হেদায়েত হোসেন হিমু, সালমা জাহান মনি. ঝর্ণা আক্তার, এস.এ হাফিজ ও প্রমিতি দফাদার প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর