বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে
  • প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • শান্তিরক্ষা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
  • রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার
  • অনলাইনে আ.লীগের সব প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি
  • চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড
  • সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন
  • চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
  • আ.লীগের খবর প্রকাশ করলেই শাস্তি!
  • গরুর দেশীয় জাত হারানোর বিনিময়ে আধুনিক জাত দরকার নাই

শেরপুরের শিক্ষার্থীর ৩৫তম স্থান অর্জন

আতাউর রহমান, শেরপুর (বগুড়া)

প্রকাশিত:
১৪ মার্চ ২০২৪, ১৭:৫৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষ ‘এ’ ইউনিটের ফলাফলের এ-১ গ্রুপে জাতীয় মেধাক্রমে সারা দেশে ৩৫তম স্থান অধিকার করেছেন বগুড়ার শেরপুর উপজেলার প্রতিথযশা মহিলা বিদ্যাপীঠ উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা হুমায়রা (১৮)। ভর্তি পরীক্ষায় তিনি ৭৩ দশমিক ৭৫ নম্বর পেয়েছেন।

পারিবারিকসূত্র জানায়, হুমায়রা তার বাবার কর্মস্থল বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার খাদাশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় এবতেদায়ি প্রথম শ্রেণিতে ভর্তির মাধ্যমে তার শিক্ষাজীবন শুরু করেন। পরে, ওই মাদ্রাসা থেকেই পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে বারআঞ্জুল দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। ২০২১ সালে এই মাদ্রাসা থেকে জিপিএ-৫ (গোল্ডেন) পেয়ে এসএসসি সমমান দাখিল পাস করেন। ২০২৩ সালে উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রাসা থেকে এইচএসসি সমমান আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ (গোল্ডেন) পান।

তার এমন সাফল্যে পরিবার, এলাকাবাসী ও স্বজনদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

হুমায়রা বগুড়ার শিবগঞ্জ উপজেলার পানাতাপাড়া ইউনিয়নের অন্তর্গত পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের মো. শামসুল হক ও ফাতেমা খাতুন দম্পত্তির বড় মেয়ে। তার বাবা পেশায় একজন শিক্ষক ও মা গৃহিণী।

রাবির ‘এ’ ইউনিটের ফলাফলে জাতীয় মেধাতালিকায় ৩৫তম স্থান অধিকারী হুমায়রা একান্ত সাক্ষাৎকারে বলেন, ‘মহান আল্লাহ দরবারে শুকরিয়া। এ এক স্বপ্নের মতো অনুভূতি যা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রত্যন্ত অঞ্চল থেকে আমি যে ফলাফল অর্জন করেছি, মহান আল্লাহর রহমত ছাড়া কোনভাবেই সম্ভব ছিল না। সবাই আমার জন্য দোয়া করবেন।’

উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বলেন, ‘আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীর এমন ফলাফলে প্রথমেই মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি। তার এই ফলাফলে আমি, আমার শিক্ষক-কর্মচারী স্টাফ আনন্দিত। দেশবাসীর কাছে চাওয়া প্রতিটি শিক্ষাবর্ষে আমার প্রতিষ্ঠান থেকে যাতে কেউ না কেউ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় সেই দোয়া করবেন। আর আমার শিক্ষকবৃন্দও এই প্রতিজ্ঞায় বদ্ধপরিকর।’

উল্লেখ্য, বুধবার (১৩ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৭৪ হাজার ৭৮৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৮ হাজার ৬০৭ জন শিক্ষার্থী। এতে পাস করেছে ২৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী। গড় পাসের হার ৩৮ দশমিক ৭৬ শতাংশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর