বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করছেন রিয়াজ হামিদুল্লাহ
  • মিশর যেতে হলে এখন থেকে শর্ত মানতে হবে বাংলাদেশীদের
  • জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে
  • প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • শান্তিরক্ষা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
  • রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার
  • অনলাইনে আ.লীগের সব প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি
  • চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড
  • সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন
  • চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

বঙ্গবন্ধুর জন্মদিনে কুবিতে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প

হাসিন আরমান অয়ন,কুবি

প্রকাশিত:
১৮ মার্চ ২০২৪, ১৭:২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) বেলা একটার দিকে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের উদ্বোধনের মাধ্যমে ক্যাম্পে সেবা প্রদান শুরু হয়। এবার মোট পাঁচটি বুথে পাঁচজন অভিজ্ঞ চিকিৎসক সেবা দিচ্ছেন রোগীদের।

বাচ্চার জন্য চিকিৎসা নিতে আসা মোছা.আকলিমা বেগম বলেন, ‘আমার মেয়ের কাশি কয়েকদিন ধরে। এখানে বিনামূল্যে ডাক্তার দেখাতো পারবো শুনে নিয়ে আসলাম। ডাক্তার খুব ভালো ভাবে দেখেছেন এবং প্রেসক্রিপশনও দিয়েছেন।'

ক্যাম্পের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষার্থী মো. শাহীন মিয়া বলেন, ‘আমাদের মতো শিক্ষার্থীদের পক্ষে শহরে গিয়ে অভিজ্ঞ ডাক্তার দেখানো অনেক কষ্টসাধ্য ব্যাপার। আমরা আজকে ক্যাম্পাসে বিনামূল্যে এই সেবা পাচ্ছি।
এবং এখানে সেবার মানও ভালো।'

চিকিৎসা সেবা দিতে আসা মেডিক্যাল অফিসার ডা. মনিরুজ্জামান বলেন, ‘মাননীয় উপাচার্যের আমন্ত্রণে আমরা এসেছিলাম। আমরা এখানে দিনব্যাপী রোগী দেখবো। আমরা মনে করেছিলাম রোগী হয়তো তেমন আসবে না। তবে এখানে এসে দেখি রোগীর সংখ্যা সন্তোষজনক।

তিনি আরও বলেন, ‘পাঁচটি বুথে এখানে আমরা পাঁচজন চিকিৎসক চর্ম, যৌন, মেডিসিন,শিশু, ডায়াবেটিস বিষয়ক রোগের চিকিৎসা দিচ্ছি।'

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আমরা গতবছর ১৭ই মার্চ এই আয়োজন করেছিলাম এবারও করেছি। বঙ্গবন্ধু সারাজীবন শোষিত নিপিড়ীত মানুষের জন্য কাজ করেছেন। তার জন্মদিনে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার চেষ্টা করেছি। আজকে শিশু দিবসও আছে। সেজন্য শিশুদের কথা চিন্তা করে চিকিৎসকদের যে দল এসেছে তাদের মধ্যে আমরা শিশু চিকিৎসকও রেখেছি। আজকের পর যে এই সেবা বন্ধ হয়ে যাবে এমনটা নয়। আমাদের মেডিক্যাল সেন্টার সবসময় বহিরাগতদেরও সেবা দিবে।

এ ব্যাপারে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান জানান, ‘আমাদের মাননীয় উপাচার্য মহোদয় গতবছরও এই সেবার আয়োজন করেছিলেন এবারও করেছেন। পুরো ভাবনাটা তারই। বিশ্ববিদ্যালয়ের আশেপাশের দুস্থ মানুষদের সেবার জন্য আমাদের এই আয়োজন। আমরা এতে ভালো সাড়াও পেয়েছি। এখানে কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার আমরা এনেছি যারা নিরলসভাবে সেবা দিবেন।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর