বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করছেন রিয়াজ হামিদুল্লাহ
  • মিশর যেতে হলে এখন থেকে শর্ত মানতে হবে বাংলাদেশীদের
  • জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে
  • প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • শান্তিরক্ষা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
  • রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার
  • অনলাইনে আ.লীগের সব প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি
  • চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড
  • সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন
  • চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ফুলবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোঃ নাজমুল হাসান, ফুলবাড়ী ( কুড়িগ্রাম)

প্রকাশিত:
২৭ মার্চ ২০২৪, ১২:২৪

কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (২৬ মার্চ) সারাদেশে ৫৪ তম স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ পালিত হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোকচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচীর সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং সকাল ০৮.০০ ঘটিকায় ঐতিহ্যবাহী ফুলবাড়ী জছিমিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন সহ মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ ও কুচকাওয়াজ এবং ছাত্রছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগীত ও ডিসপ্লে পদর্শিত হয়। সকাল ১০ টায় ক্রীড়া প্রতিযোগিতা, দুপুর ১২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা ও পুরুস্কার বিতরন করা হয়। দুপুর ১২.১৫ ঘটিকায় স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান এবং উপজেলার সকল ধর্মীয় উপাসনালয়ে জাতির শান্তি সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা সহ হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এ সময় কুড়িগ্রাম ২ আসনের এমপি ডাঃ হামিদুল হক খন্দকার, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মজিবর রহমান,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ, উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন সহ উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিসের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিল।

এছাড়া ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব এর উদ্দোগে শহীদ লুৎফর রহমান স্মরনে ফুলবাড়ীর ১ম স্থাপিত শহীদ মিনারে ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ ইউসুফ আলী সংগ্রামী সহ সভাপতি মোঃ ইউনুস আলী আনন্দ ও সাধারণ সম্পাদক নাজমুল হুদার নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে সেখানে উপজেলা সাহিত্য পরিষদ সহ অন্যান্য বেশ কয়েকটি সামজিক সংগঠন ও সাংবাদিকবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর