শনিবার, ১৭ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা 
  • ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৫৬৬ জন গ্রেফতার
  • উপদেষ্টা আসিফকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা
  • অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ
  • এমআরএ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
  • সরকার নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
  • আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
  • সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে শিগগিরই
  • নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক পুলিশ
  • গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে পুর্নবাসন অধ্যাদেশ

র‌্যাংকিংয়ে হৃদয়-তানজিদের উন্নতি, পেছালেন লিটন-শান্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ মে ২০২৪, ১৬:৩২

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। বাকিরা বাজে পারফরম্যান্স করলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তাওহীদ হৃদয়।

যার চাপ পড়েছে র‌্যাংকিংয়েও। অপরদিকে বাজে পারফরম্যান্সে অবনতি হয়েছে লিটন দাস ও নাজমুল হাসান শান্তর।
আজ র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়েছেন হৃদয়। ক্যারিয়ার সেরা ৪৭৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি অবস্থান করছেন ৬০ নম্বরে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে ৫৮ রানের দারুণ ইনিংসের পর দ্বিতীয় ম্যাচে ২৫ রান করেন তিনি। একই সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানের পর দ্বিতীয় ম্যাচে নামেননি তানজিদ হাসান। তবে শেষ ম্যাচে ফিফটি ছাড়ানো ইনিংসে ৩৪ ধাপ এগিয়ে একশোর ভেতরে ঢুকেছেন তিনি।

সিরিজজুড়ে বাজে পারফরম্যান্সে ৫ ধাপ পেছালেন লিটন দাস। ৪০তম অবস্থানে থাকা এই ব্যাটারই আছেন দেশের হয়ে সবার ওপরে। একই কারণে পিছিয়েছেন নাজমুল হাসান শান্তও। ৪ ধাপ পিছিয়ে তার অবস্থান ৪৪তম। এছাড়া তিন ধাপ পিছিয়েছেন সাকিব আল হাসান। আর মাহমুদউল্লাহ রিয়াদ পিছিয়েছেন দুই ধাপ।

এই সিরিজে বল হাতে ছন্দে ছিলেন মোস্তাফিজুর রহমান। তিন ম্যাচে ১০ উইকেট নেওয়ার পাশাপাশি হয়েছেন সিরিজ সেরা। এছাড়া শেষ ম্যাচে ১০ রানে নেন ৬ উইকেট। দুই ধাপ এগিয়েছেনে এই পেসার। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে ২৩ নম্বরে অবস্থান তার। একই সিরিজে বল হাতে ভালো পারফম্যান্স করেছেন রিশাদ হোসেনও। তিন ম্যাচে ৪.৪০ ইকোনোমিতে তিনি পান ৪ উইকেট। যে কারণে ৩৮ ধাপ এগিয়ে তার অবস্থান ৫২।

এই তালিকায় ৫ ধাপ পিছিয়েছেন তাসকিন আহমেদ। এক ধাপ পেছালেন সাকিব। অবনতি হয়েছে শরিফুল ইসলাম, মাহেদি হাসানেরও।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর