রবিবার, ১৮ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা 
  • ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৫৬৬ জন গ্রেফতার
  • উপদেষ্টা আসিফকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা
  • অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ
  • এমআরএ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
  • সরকার নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
  • আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
  • সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে শিগগিরই
  • নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক পুলিশ
  • গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে পুর্নবাসন অধ্যাদেশ

কৃষি গবেষণা কেন্দ্রে মিলল শ্রমিকের মরদেহ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত:
১৩ জুন ২০২৪, ১৭:৫৬

জেলার রামগড় থেকে মো. আবু মিয়া (৫৬) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে রামগড় কৃষি গবেষণা কেন্দ্র থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। তিনি রামগড়ের নূরপুর এলাকার বাসিন্দা।
জানা যায়, আবু মিয়া রামগড় কৃষি গবেষণা কেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করতেন। বুধবার সকালে বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন তিনি। দুপুরের খাবার খেতে বাসায় না আসায় ফোন দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিহতের ছোট ছেলে মো. হানিফ বলেন, বুধবার দুপুরের পর থেকে আব্বুকে খোঁজাখুঁজি করেও পাইনি। বৃহস্পতিবার সকালে কৃষি গবেষণা কেন্দ্রের এক স্টাফের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে আব্বুর মরদেহ দেখতে পাই।

নিহতের মাথার বাঁপাশে কানের ওপর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশ থেকে একটি লোহার অ্যাঙ্গেল আলামত হিসেবে পুলিশ জব্দ করেছে।

মো. হানিফ বলেন, তার বাবার সঙ্গে কারও কোনো বিরোধ বা শত্রুতা ছিল না। কৃষি গবেষণা কেন্দ্রের যেখানে মরদেহ পাওয়া গিয়েছে, ওই স্থানটি স্থানীয় বখাটে ও মাদকাসক্তের আড্ডাস্থল।

রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফয়সাল বলেন, নিহত আবু মিয়া আমাদের নিয়মিত শ্রমিক। ডিউটিরত অবস্থায় কে বা কারা তাকে হত্যা করেছে।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, লোহার অ্যাঙ্গেল দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তর জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা শুরু করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর