রবিবার, ১৮ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • জাতীয় সনদের দিকে দ্রুত অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন
  • নগর ভবনের গেটে তালা, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি
  • বিদেশি নাগরিকত্ব থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলেন ড. খলিলুর
  • সেবা দিয়ে জনগণের মন জয় করতে হবে
  • শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানে টিম গঠন দুদকের
  • এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর
  • উন্নয়ন বাজেট অনুমোদনে এনইসি বৈঠক আজ
  • ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে
  • করিডোর ও বন্দর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়
  • ২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা 

তপ্ত শরীরের স্পর্শে প্রেমিককে তৃপ্ত করছেন তৃপ্তি!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ জুলাই ২০২৪, ১৭:০৬

'অ্যানিমেল' খ্যাত বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নিয়ে কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল নতুন প্রেমে মশগুল তিনি। গুঞ্জন রয়েছে - ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে নাকি ডেট করছেন তৃপ্তি। সম্প্রতি অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে তাদের একসঙ্গে দেখা গেছে। একটি ছবিতে দেখা যায়, তৃপ্তি - স্যাম তাদের বন্ধুদের মোটরবোটে চেপে মজা করছেন। যদিও, ছবিটি কোথায় তোলা, সেটা জানা যায়নি। এর আগেও একাধিকবার তাদের একসঙ্গে দেখা গেছে মুম্বাইয়ের রাস্তায়।


অ্যানিমেলের পর থেকে টক অব দ্য টাউন তৃপ্তি। এই ছবির পর তিনি রাতারাতি হয়ে উঠেছিলেন ‘জাতীয় ক্রাশ’। তারপর থেকেই একের পর এক ছবির অফার পান। এখন তিনি তার আসন্ন ছবি ‘ব্যাড নিউজ’র প্রচারে ব্যস্ত। এই ছবিতে তাকে ভিকি কৌশলের সঙ্গে জুটিতে দেখা যাবে।


প্রসঙ্গত, তৃপ্তি দিমরি'র আসন্ন ছবি ‘ব্যাড নিউজ’ পরিচালনা করেছেন আনন্দ তিওয়ারি। তৃপ্তির সঙ্গে এতে দেখা যাবে ভিকি কৌশল এবং অ্যামি বিক্রান্তকে। ছবির ট্রেলারে দেখা গিয়েছিল, হঠাৎ করেই তৃপ্তি জানতে পারে সে গর্ভবতী। তবে সন্তানের বাবা কে, তা নিশ্চিত করে বুঝতে পারে না অভিনেত্রী। এখানে দেখানো হয়েছে, তৃপ্তির গর্ভে দুটি সন্তান রয়েছে, সেই দুটি সন্তানের পিতা দু'জন। অর্থাৎ একজন নারীর গর্ভে দুজন পুরুষের সন্তান বেড়ে উঠছে। এই ঘটনাকেই বলা হয় হিটারোপ্যারেন্টাল সুপারফেকানডেশন।


অন্যদিকে, এই ছবির ‘তওবা তওবা’ গানটি নেটপাড়ায় আলোড়ন তুলেছে। তৃপ্তি'র সঙ্গে ভিকি'র কেমিস্ট্রি দেখে তোলপাড় নেটপাড়া। ৯ জুলাই একটি নতুন গান ‘জনম’ আসবে। এই নতুন গানে, তৃপ্তিকে ভিকির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতেও দেখা গেছে। ১৯ জুলাই মুক্তি পাবে ছবিটি।


উল্লেখ্য, এর আগে আনুশকা শর্মার ভাই কর্নেশ শর্মার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। তখনও গোপনেই রেখেছিলেন নিজের প্রেম প্রসঙ্গ। আগামীতে অভিনেত্রীকে করণ জোহরের ‘ধড়ক ২’ এ দেখা যাবে। এছাড়াও ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতেও দেখা যাবে তাকে। এমনকী সৌরভ গাঙ্গুলী'র বায়োপিকে ডোনা গাঙ্গুলী'র চরিত্রে দেখা যেতে পারে তৃপ্তিকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর