সোমবার, ১৯শে মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সরকার কত টাকার সম্পদ জব্দ করেছে, জানালেন প্রেস সচিব
  • জরুরি সভা ডাকলো বাণিজ্য মন্ত্রণালয়
  • ১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত
  • ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে
  • ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার নিয়োগে সার্চ কমিটি গঠন
  • পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে
  • নুসরাত ফারিয়াকে গ্রেফতারের কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিকে লিগ্যাল নোটিশ
  • দেশের ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
  • ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন ৭ দেশের ১৯ হাজারেরও বেশি প্রবাসী

কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৩

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৪, ১৭:১৫

কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন এক নারী। নিহতরা সকলে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন।

শনিবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কোম্পানির স্টাফ মোজাম্মেল হোসেন (৪৬), শাখাওয়াত হোসেন (৪০) এবং গাড়ির চালক তারেক হোসেন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার মাধাইয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মহাসড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান।


প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটিতে চালকসহ ৪ জন ছিলেন। মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সামনের মহাসড়কে চট্টগ্রামমুখী লেন দ্রুত গতিতে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ ৩ জন মারা যান।

এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি কুমিল্লার ডিএমডি জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, গাড়ির ভিতরে চালক ও তার স্ত্রী এবং কোম্পানির দুজন স্টাফ ছিলেন। তারা কোম্পানির কাজে কক্সবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে এ ঘটনা ঘটে। গাড়ির ভেতরে থাকা চালক তারেকের স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

চান্দিনা ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম মোল্লা বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর