মঙ্গলবার, ২০শে মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সরকার কত টাকার সম্পদ জব্দ করেছে, জানালেন প্রেস সচিব
  • জরুরি সভা ডাকলো বাণিজ্য মন্ত্রণালয়
  • ১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত
  • ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে
  • ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার নিয়োগে সার্চ কমিটি গঠন
  • পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে
  • নুসরাত ফারিয়াকে গ্রেফতারের কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিকে লিগ্যাল নোটিশ
  • দেশের ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
  • ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন ৭ দেশের ১৯ হাজারেরও বেশি প্রবাসী

কারখানার নিরাপত্তায় সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৪, ১৮:২৭

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামানের সঙ্গে বৈঠক করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত এ বৈঠকে ব্যবসায়ী নেতারা শিল্প–কারখানায় নিরাপত্তায় সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

বৈঠকে ব্যবসায়ী নেতাদের পক্ষে উপস্থিত ছিলেন- ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) এর সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, এফবিসিসিআইর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, মীর নাসির হোসেন ও মো. জসিম উদ্দিন, এফবিসিসিআইর সাবেক সভাপতি ও আইসিসিবির সহসভাপতি এ. কে. আজাদ, এমসিসিআইর সাবেক সভাপতি তপন চৌধুরী, ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ, আইসিসিবির সহসভাপতি নাসের এজাজ বিজয় প্রমুখ।

বৈঠকের বিষয়ে আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, ব্যবসা–বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা হয়েছে।


বৈঠকটি কার্যকর ও ফলপ্রসূ হয়েছে।
ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ বলেন, মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা কারখানার নিরাপত্তার জন্য শিল্প পুলিশকে সহযোগিতা করছেন। ব্যবসায়ীরা সেনাপ্রধানকে এ সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেছেন।

বৈঠকে উপস্থিত একজন ব্যবসায়ী নেতা জানান, সেনাবাহিনীর প্রধান ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন ইস্যুতে নির্দেশনা দেন।

ব্যবসায়ীরা বলেন, পরিবর্তিত পরিস্থিতে এখনো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে চুরি, ছিনতাই, লুটপাটের মতো ঘটনা ঘটছে। ফলে পুরো মাত্রায় উৎপাদন চালু রাখা সম্ভব হচ্ছে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর