সোমবার, ১৯শে মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • এবার শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট, দ্বায়িত্বজ্ঞানহীন নয়
  • ভারতের সঙ্গে আমাদের যে ব্যবসা, তাতে ভারতের পাল্লাই ভারী
  • শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৫ মে
  • সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার
  • জাতীয় সনদের দিকে দ্রুত অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন
  • সোমবার নগর ভবন ‘ব্লকেডে’র ডাক ইশরাক সমর্থকদের
  • নগর ভবনের গেটে তালা, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি
  • বিদেশি নাগরিকত্ব থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলেন ড. খলিলুর
  • সেবা দিয়ে জনগণের মন জয় করতে হবে
  • শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানে টিম গঠন দুদকের

বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের ২১তম ইন্টার্নশিপ উদ্বোধন অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২৪, ১৫:৩৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের '২১ তম ইন্টার্নশিপ উদ্বোধন অনুষ্ঠান' অনুষ্ঠিত হয়েছে। ভেটেরিনারি অনুষদের ৫৮তম ব্যাচের প্রায় ১৯১ জন শিক্ষার্থী এবার ইন্টার্নশিপে অংশগ্রহণ করতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, এসকেএফ এর সিনিয়র আঞ্চলিক সেলস ম্যানেজার ড. ইমরাউল কায়েস রুবেল, ২১তম ইন্টার্নশিপ সমন্বয়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমানসহ অনুষদের অসংখ্য শিক্ষক এবং ইন্টার্নশিপের শিক্ষার্থীবৃন্দ।

এসময় বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, “ইন্টার্নশিপে শুধুমাত্র প্রাণী চিকিৎসা সেবা প্রদান করাই নয় বরং শিক্ষার্থীরা সরাসরি পর্যবেক্ষণ করবে কিভাবে খামারিরা পশু পাখি লালন পালন করে এবং গবাদিপশুর স্বাস্থ্যজনিত সমস্যা, বায়োসিকিউরিটি সম্পর্কে ও অবগত হতে পারবে। সবশেষে বলতে চাই, তোমরা মনেপ্রাণে ভেটেরিনারিয়ান হবে এবং প্রানিসেবার মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখো।”

ইন্টার্নশিপ সমন্বয়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, “তোমরা ইন্টার্নশিপে গিয়ে কেবল গবাদি পশু না, পোষা প্রাণী ও বন্য প্রাণীর চিকিৎসা সম্পর্কেও জানতে পারবে, যেটি তোমাদের প্রকৃত ভেটেরিনারিয়ান হয়ে উঠতে সাহায্য করবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে একটি র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর