সোমবার, ১৯শে মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • এবার শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট, দ্বায়িত্বজ্ঞানহীন নয়
  • ভারতের সঙ্গে আমাদের যে ব্যবসা, তাতে ভারতের পাল্লাই ভারী
  • শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৫ মে
  • সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার
  • জাতীয় সনদের দিকে দ্রুত অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন
  • সোমবার নগর ভবন ‘ব্লকেডে’র ডাক ইশরাক সমর্থকদের
  • নগর ভবনের গেটে তালা, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি
  • বিদেশি নাগরিকত্ব থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলেন ড. খলিলুর
  • সেবা দিয়ে জনগণের মন জয় করতে হবে
  • শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানে টিম গঠন দুদকের

কবিতা

ধনী-গরিব

রানী রত্নম সরকার

প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৪, ১২:০৯

ধনীঃ কী রে! আছিস কেমন?
গরিবঃ স্যার,যাচ্ছে কেটে যেমন-তেমন।
ধনীঃ আচ্ছা, আজ রোজগার হলো কত?
গরিবঃ এ-ই, বেশি না,দিন চালানোর মতো।
ধনীঃ লোক ক'জন তোর বাড়িতে?

গরিবঃ স্যার,গোটা পাঁচেক হবে,
গিন্নি,আমি,ছেলে, ছেলে-বউ আর নাতনি হয়েছে সবে।

ধনীঃ আচ্ছা,,,আচ্ছা!তা বেশ ভালোই আছিস, তাই না?

গরিবঃ দু' বেলা দু' মুঠো ডাল-ভাত,আর কিছুই আমি চাই না।

ধনীঃরাতে ঘুম কেমন হয় সবার?

গরিবঃকী যে বলেন স্যার,
ঘুমালে একবার, একঘুমে রাত কাবার।

ধনীঃ তা বেশ! তা বেশ!
এবার বলতো সত্যি করে, ইচ্ছে হয়
ধনী হবার?
অট্টালিকা, এসি রুম,আর
মার্সিটিস চড়বার?

গরিবঃ স্যার, গরীব আমি, ছোট জাত,
স্বপ্নে দেখাও অপরাধ।
আপনি ধনী,টাকার খনি,
যা মনে চায় করেন জানি।
অতি অল্পে সন্তুষ্ট আমি
উপরওয়ালায় অন্তর্যামি।
বিশ্বাস রাখি তাঁরই পরে,
সৎ পথে যেন রাখেন মোরে,
নুন-ভাত খাই,শান্তিতে ঘুমাই,
সুখের কোন সীমা নাই।

ধনীঃ জানিস রে ভাই!
ধনীর মন শান্তি খোঁজে,
টাকার পাহাড়ের চূড়ায় বসে।

গরিবঃযেমন আছি, ভালোই আছি,
আর কিছু না যাচি।

ধনীঃঠিক বলেছিস তুই,
আমার কাঁধে টাকার বোঝা
ভারে নুইয়ে রই।
হরহামেশাই আরাম খুঁজি,
প্রান্ত থেকে প্রান্তে ছুটি,
তবুও শান্তি মেলে না'ক
অস্বস্তিতে দিন কাটে।
তোরে দেখে স্বস্তি পেলাম,
আসল সুখের মানে বুঝলাম।
ধনী-গরিব বৃথাই কেবল
মানুষ পরিচয়ই আসল।

গরিবঃবেঁচে থাকার জন্য শুধু,
লাগে মনের শান্তিটুকু।

ধনীঃ ধনী-গরিব এক হয়ে ভাই সমাজটারে গড়ি,
মানুষ হয়ে মানুষের সাথে
বিভেদ নাই বা করি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর