রবিবার, ১৮ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • জাতীয় সনদের দিকে দ্রুত অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন
  • নগর ভবনের গেটে তালা, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি
  • বিদেশি নাগরিকত্ব থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলেন ড. খলিলুর
  • সেবা দিয়ে জনগণের মন জয় করতে হবে
  • শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানে টিম গঠন দুদকের
  • এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর
  • উন্নয়ন বাজেট অনুমোদনে এনইসি বৈঠক আজ
  • ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে
  • করিডোর ও বন্দর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়
  • ২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা 

ছোট গল্প

আড়াল

নাদিয়া নওশাদ

প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৪, ১৬:০৪

সায়ন একটা থিয়েটারের নাট্যকর্মী। পড়াশোনার পাশাপাশি অনেক বছর বেশ কষ্ট করেই শখের ‘অরণ্য’ নাট্যদল গড়ে তুলেছে। এ নাট্যদলে রয়েছে বিভা,অর্পা,প্রলয়,শুভ্র এবং আরও অনেক তরুণ-তরুণী।

প্রলয় এমনিতে বেশ কর্মঠ,শান্তশিষ্ট।কিন্ত শুরুতে সে মোটেও এমনটি ছিল না। তার রয়েছে অতীতের এক ঘটনা।একবার কলেজের এক মেয়ে শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে ফতাকে শ্রীঘরে যেতে হয়েছিল।পুলিশের যথেষ্ট পি*টু*নিও খেতে হয়েছিল। সংবাদপত্রে খবর পর্যন্ত হয়েছিল। এখনও মাঝে মাঝে সেই বিভীষিকা প্রলয়কে তাড়া করে বেড়ায়। রাতে ঘুম হয় না।
একদিন দলের আরেক কর্মী বিভার কাছে প্রলয়ের এই কীর্তি জানাজানি হয়ে যায়। বিভা প্রলয়ের সেই ঘটনার সংবাদপত্রের কাটিং যোগাড় করে এবং তার প্রলয়ের প্রতি নেতিবাচক মনোভাব তীব্রভাবে বেড়ে যায়। সে নাট্যদলনেতা সায়নকে সব জানিয়ে প্রলয়ের এ ‘অরণ্য’ নাট্যদল থেকে বিদায়ের ব্যবস্থা করবে। প্রলয় বিভাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্ত বিভা কিছুতেই মানতে নারাজ। প্রলয়কে এতো বড় ঘটনার আড়াল থেকে টেনে বের করতে সে বদ্ধপরিকর।

তখন প্রলয় সিদ্ধান্ত নেয় এর একটা বিহিত করার–বিভাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। তাই একদিন সন্ধায় প্রলয় বিভাকে তাদের ‘আরণ্যক’ এর মেকআপ রুমে এসে দেখা করতে বলে। বিভা সরলমনে বিশ্বাস করে এবং ভাবে যে প্রলয়কে আরেকটা সুযোগ দেবার। তাই কথামতো বিভা মেকআপ রুমে প্রলয়ের জন্য অপেক্ষা করে। কিন্ত অশান্ত প্রলয় নিরবে পেছন থেকে এসে বিভার পিঠে ছু*রি*কা*ঘা*ত করে। আর নিমিষেই বিভার দেহ নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।প্রলয়ের চোখে-মুখে সে কি শান্তির ছাপ!এরপর প্রলয় নিশব্দে দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে পালায়। তাড়াহুড়োতে প্রলয়ের অলক্ষ্যে তার হাতের আংটিটা বিভার মৃ*ত*দে*হের পাশে পড়ে যায়।

পরদিন অর্পা মেকআপ রুমে গিয়ে জামা-কাপড়ের আলমারির কাছে বিভার মৃ*ত*দে*হ দেখে আঁৎকে বিকট চিৎকার করে ওঠে। তখন সায়ন পুলিশে খবর দেয় আর পুলিশ এসে বিভার দেহ সরিয়ে নেওয়ার সময় পাশে পড়ে থাকা প্রলয়ের আংটিটা অর্পার চোখে পড়ে। এরপর সেটা পরিচিত লাগছে বলেও পুলিশকে হস্তান্তর করে।


অন্য দিকে এ ঘটনার আড়ালে থাকা খলনায়ক প্রলয় তার বাসস্থান থেকে অন্যত্র গা ঢাকা দেয়।
পরবর্তীতে ঐ আংটির সূত্র ধরেই পুলিশ চট্টগ্রামে পালিয়ে থাকা আসামী প্রলয় কে
খুঁজে বের করে এবং আদালত বিভাকে হ*ত্যা*র দায়ে প্রলয় কে মৃ*ত্য*দন্ড প্রদান করে।
অবশেষে কৃতকর্মের যোগ্য শাস্তি পেল প্রলয়। আর বিভার আ*ত্মা*ও যেন শান্তি পেল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর