রবিবার, ১৮ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা 
  • ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৫৬৬ জন গ্রেফতার
  • উপদেষ্টা আসিফকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা
  • অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ
  • এমআরএ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
  • সরকার নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
  • আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
  • সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে শিগগিরই
  • নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক পুলিশ
  • গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে পুর্নবাসন অধ্যাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি

প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২৪, ১৩:০৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের (২০২৪-২৫) কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মোঃ কাউছার মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এ. কে. এম রাসেল এবং কোষাধ্যক্ষ হিসেবে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সোনিয়া সুলতানা মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) ক্লাবের মেন্টর মোহাম্মদ নাসির হোসাইন, সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ক্লাবের ক্রিকেট আহ্বায়ক হিসেবে আছেন সিএসই বিভাগের জারিন আনান মাহিন ও অর্থনীতি বিভাগের শাকিল আলামিন। ফুটবল আহ্বায়ক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৌকির আহমেদ ও একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মাহফুজুর রহমান। হকি আহ্বায়ক হিসেবে অর্থনীতি বিভাগের নাইমুর রহমান ও সিএসই বিভাগের ইতু চাকমা। ভলিবলের আহ্বায়ক মার্কেটিং বিভাগের মোহাম্মেদ তাহা এবং ব্যাডমিন্টন আহ্বায়ক হিসেবে মার্কেটিং বিভাগের মোহাম্মদ আশরাফুল ইসলাম।

এছাড়াও ক্লাবের ক্রিকেট সহ আহ্বায়ক হিসেবে আছেন মিরাজ হোসেন ইফতি, নাইম আহমেদ , মোহাম্মদ নাহিদ হোসাইন, মাহমুদুল হাসান অনিক,তাসফিক রিশাদ, মিরহাম রেজা, আকরাম আল যোসেফ এবং মাহিন খান।

ফুটবল সহ আহ্বায়ক হিসেবে আছেন সৌরভ ঘোষ ও মোহাম্মদ নাজিমুদ্দিন। ব্যাডমিন্টন সহ আহ্বায়ক হিসেবে শাহিন উল ইসলাম গালিব ও সাইকা আমান সুহি। ভলিবল সহ আহ্বায়ক হিসেবে এইচ এম পিয়াস ও হুমাইরা তাজরীন লামিয়া। হকি সহ আহ্বায়ক হিসেবে মোহাম্মদ শাকিল ও দিনেশ বসু।

এছাড়াও ক্লাবের সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচ থেকে ছয় জন, ১৪ তম ব্যাচ থেকে ২০ জন, ১৫ তম ব্যাচ থেকে ৩০ জন, ১৬ তম ব্যাচ থেকে ২২ জন এবং ১৭ তম ব্যাচ থেকে ২৩ জন।

মেন্টর মোহাম্মদ নাসির হোসাইন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কো ক্যারিকুলাম এক্টিভিটিসের জন্য অনেক ক্লাব থাকলেও খেলাধুলা সংক্রান্ত কোন ক্লাব ছিল না। তাই গতবছর আমরা স্পোর্টস ক্লাব গড়ে তুলি। এই ক্লাবের মাধ্যমে আমরা সুস্থ একটা চর্চা গড়ে তুলবো, শিক্ষার্থীরা যাতে অবসর সময়ে মাঠে আসে সে ব্যাপারে উদ্যোগ নিবো। খেলাধুলা অনেক গুরুত্বপূর্ণ যা আমাদের স্বাস্থ্য ও মন কে সতেজ রাখতে সাহায্য করে। আমরা আশা করি এ কাজে সফল হবো এবং সামনে আমরা হল ভিত্তিক কমিটি দেওয়ার চেষ্টা করবো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর