রবিবার, ১৮ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা 
  • ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৫৬৬ জন গ্রেফতার
  • উপদেষ্টা আসিফকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা
  • অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ
  • এমআরএ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
  • সরকার নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
  • আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
  • সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে শিগগিরই
  • নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক পুলিশ
  • গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে পুর্নবাসন অধ্যাদেশ

রাশিয়ার ভেতরে হামলায় মার্কিন রকেট ব্যবহারের অনুমতি পেল ইউক্রেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৪, ১২:৫৮

মার্কিন এটিএসিএমএস রকেট যখন ইউক্রেনের হাতে দেওয়া হয় তখন শর্ত ছিল রাশিয়ার ভেতরে হামলায় এই রকেট ব্যবহার করা যাবে না। তবে সেই শর্ত এখন শিথিল করা হয়েছে বলে জানাচ্ছে মার্কিন সংবাদমাধ্যম।

নিউ ইয়র্ক টাইমস নিজস্ব সূত্রের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার ভেতরে এই রকেট হামলার অনুমতি দিয়েছে। তবে হোয়াইট হাউস এখনো বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

ডনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, দায়িত্ব নেয়ার আগেই তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন। জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন তিনি, তার আগে এই খবর সামনে এসেছে যাতে যুদ্ধের তীব্রতা অনেকটাই বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

কয়েক মাস ধরে, ভলোদিমির জেলেনস্কি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন যাতে করে কিয়েভ তার নিজস্ব সীমানার বাইরে হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। সেই কাঙ্ক্ষিত অনুমোতি পেয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ধরনের জিনিস ঘোষণা দিয়ে করা হয় না, ক্ষেপণাস্ত্র তার নিজের ভাষায় কথা বলবে।

উল্লেখ্য, এটিএসিএমএস রকেট ৩০৬ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।

এদিকে রাশিয়ার সেনা ইউক্রেনের উত্তরপশ্চিমের শহর কুপিয়ানস্ক আবার দখল করতে চাইছে বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার সেনা কুপিয়ানস্কে ঢোকার চেষ্টা করছে বলে রিপোর্টে বলা হয়েছে। ইউক্রেন জানিয়েছে, চারবার রাশিয়ার সেনা এই শহরে ঢোকার চেষ্টা করেছিল।

যুক্তরাষ্ট্রের রিপোর্ট অনুসারে, রাশিয়ার সেনা কুপিয়ানস্কের দক্ষিণে ওসকিল নদী পর্যন্ত পৌঁছে গেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া এই শহরটি দখল করে। পরে ইউক্রেনের সেনা আবার তা দখল করে নেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর