রবিবার, ১৮ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা 
  • ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৫৬৬ জন গ্রেফতার
  • উপদেষ্টা আসিফকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা
  • অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ
  • এমআরএ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
  • সরকার নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
  • আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
  • সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে শিগগিরই
  • নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক পুলিশ
  • গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে পুর্নবাসন অধ্যাদেশ

৬ষ্ঠ বছর পেরিয়ে ৭ম বর্ষে পদার্পণ ইবি রিপোর্টার্স ইউনিটির

রবিউল আলম, ইবি

প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৪, ১৫:২৪

নানা প্রতিবন্ধকতা ও বহুমুখী প্রতিকূলতা ডিঙিয়ে প্রতিষ্ঠার সপ্তমবর্ষে পদার্পণ করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) অবস্থিত সংগঠনটির কার্যালয়ে কেক কাটার মাধ্যমে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপণ করা হয়।

কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, টিএসসিসি'র পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন এবং রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক তারিক সাইমুম বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি সবসময় স্বচ্ছতার জায়গায় অটুট ছিলো। 'সত্য সন্ধানে মুক্ত কলম সৈনিক' এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই সংগঠনের প্রতিটি সদস্য লেখনীর মাধ্যমে দেশ ও জাতি বিনির্মাণে কাজ করে যাচ্ছে। নতুন বছরে পদার্পণের মাধ্যমে রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মাধ্যমে নতুন দ্বার উন্মোচিত হোক এবং সর্বক্ষেত্রে নতুন সংস্কারের ছোঁয়া পৌঁছায় যাক সেই কামনা করছি।

সংক্ষিপ্ত আলোচনা সভায় টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সংবাদগুলো তোমরা বিভিন্ন পত্রিকা কিংবা অনলাইন পোর্টালের মাধ্যমে প্রচার করছো এতে পুরো বাংলাদেশ তথা গ্লোবালি আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বাড়ছে। এই ধারা আরও শাণিত হোক।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে রিপোর্টার্স ইউনিটির যে পদচারণা ও ঐতিহ্য তার ইতিবাচক দিকটাই বেশি। সাংবাদিক হিসেবে তোমাদের প্রফেশনালিজমের পরিচয় দিবে এবং ক্যাম্পাসের ভিতরে বাহিরে কিংবা জাতীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবে। সেইসাথে জুলাই বিপ্লবের পরে আমরা যে স্বাধীন মত প্রকাশের সুযোগ পেয়েছি সেটা যেন অপব্যবহার না করি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ছাত্রছাত্রীদের পক্ষে ভালো কাজের ক্ষেত্রে রিপোর্টার্স ইউনিটির একটা ইতিবাচক ভূমিকা আছে বলে আমি মনে করি। আশা করি জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে নতুন করে সাহস সঞ্চয় করে শিক্ষার্থীদের পক্ষে কাজ করে রিপোর্টার্স ইউনিটি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে ১৮ই নভেম্বর যাত্রা করে ক্যাম্পাসের তৃতীয় সাংবাদিক সংগঠন হিসেবে রিপোর্টার্স ইউনিটি। প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, নিরপেক্ষ অবস্থান’সহ ক্যাম্পাসের নানা অসঙ্গতি সঠিকভাবে তুলে ধরেছে এই সংগঠনটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর