শনিবার, ১৭ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা 
  • ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৫৬৬ জন গ্রেফতার
  • উপদেষ্টা আসিফকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা
  • অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ
  • এমআরএ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
  • সরকার নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
  • আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
  • সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে শিগগিরই
  • নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক পুলিশ
  • গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে পুর্নবাসন অধ্যাদেশ

কবিতা

কত দিন হলো বাবা বলে হয়নি ডাকা

ইসমাইল হোসেন

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৪, ১৬:৪১

কত দিন হলো, বাবা বলে হয়নি ডাকা,
স্মৃতির অন্ধকারে তুমি যেন হারিয়ে যাও ধীরে ধীরে।
শৈশবের মাঠে দৌড়ে যাওয়া পায়ের আওয়াজ,
তোমার কাঁধে চড়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন—
সব যেন অতীতের ছায়া।

তোমার চোখে জ্বলত যে আলো,
তা ছিল আমার জীবনের প্রদীপ।
তোমার কণ্ঠস্বরের গভীরতা ছিল আকাশের মতো,
আমার সকল দুঃখের আশ্রয়।
তোমার সেই আহ্বান—
"এসো বাবা, পাশে বসো"—
আজও কানে বাজে।

কত দিন হলো, সেই ডাক পাইনি,
আমার নাম তোমার ঠোঁটে শুনিনি।
বাড়ির উঠোনে শূন্যতা,
তোমার উপস্থিতি ছাড়া যেন সবই নির্জন।
তোমার পায়ের ছাপ যে পথ আঁকত,
সেই পথ এখন ধূলিতে ঢেকে গেছে।

যখন ক্লান্ত হয়ে পড়ি জীবনের ভারে,
তোমার কথাগুলো মনে পড়ে—
"বাবা, জীবন মানে লড়াই,
হাল ছেড়ো না কখনো।"
তোমার শক্তি, তোমার সাহস—
তোমার সন্তান হিসেবে আমি আজও তা বয়ে বেড়াই।

বাবা, জানো?
তোমার অভাবের শব্দেরা আমার হৃদয়ে কবিতা লিখে।
আমার রাত জাগা চোখে স্বপ্ন বুনে,
তোমার স্মৃতিরা দেয় আলো।
তুমি যেন এক চিরন্তন রোদ্দুর,
যা আমাকে পথ দেখায় আঁধারের মাঝে।

তোমার হাতের ছোঁয়া এখনো মনে পড়ে,
যেন এক আশীর্বাদের স্পর্শ।
তোমার হাসির প্রতিধ্বনি,
আজও বয়ে আনে আমার হৃদয়ে সান্ত্বনা।
তবু, বাবার কণ্ঠে নামটি শুনতে ইচ্ছে করে,
শুনতে ইচ্ছে করে সেই চেনা ডাক—
"বাবা!"

কত দিন হলো, বাবা বলে হয়নি ডাকা,
তুমি হয়তো আকাশের ওপারে,
তবু আমি জানি,
তোমার মনের আকাশে এখনও আমার জায়গা আছে।
তোমার সন্তানের হৃদয়ে তুমি চিরকাল বেঁচে থাকবে।
তুমি আছো, থাকবে,
আমার স্মৃতির প্রতিটি কোণে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর