বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
  • কোম্পানির মুনাফার জায়গা গোখাদ্য হতে পারে না
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব
  • যুদ্ধাবস্থায় আছি, পুলিশকে সজাগ থাকতে হবে
  • গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল
  • এলজিইডির ৩৬টি কার্যালয়ে দুদকের অভিযান চলছে

বঙ্গবন্ধু কোটি মানুষের হৃদয়ে গেঁথে আছেন: স্পীকার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৩, ১১:৪১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বনেতা উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন এই নাম কোটি মানুষের হৃদয়ে গেঁথে আছে।

সোমবার(১৪ আগষ্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের গণ্ডিতেই নয়, বরং তিনি বিশ্বনেতা ছিলেন। কোটি মানুষের হৃদয়ে চিরন্তন এই নামটি গেঁথে আছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন সারা বিশ্বের মানবতার প্রতীক, শান্তিকামী মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তার জীবন দর্শন তাকে সমস্ত পৃথিবীর মধ্যে বিশ্বনেতার আসনে প্রতিষ্ঠিত করেছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বঙ্গবন্ধুর নির্দেশ ছিল এক অহম নির্দেশ। তিনি সবাকে একত্রিত করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা শুধু বঙ্গবন্ধুকে হত্যায় নয়, তা মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যাও। বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে সঙ্গেই জয় বাংলাকে তারা বাংলাদেশ জিন্দাবাদে পাল্টে দিল।

দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ও বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, বঙ্গবন্ধু আকাশের মতো বাঙালি জাতির মাথার ওপর রয়েছেন। যারা যত চেষ্টাই করুক আকাশকে কখনও ধ্বংস করা যায় না। আকাশ চিরকাল মাথার ওপরেই থাকে। ১৫ আগস্ট যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা আসলে বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করেছিল। তারা জানতো না যে বঙ্গবন্ধুর চেতনাকে হত্যা করা যায় না। বঙ্গবন্ধুকে বাঙালি জাতির ভেতর থেকে সরিয়ে দেওয়া যায় না। বাঙালি জাতি যতদিন আছে, ততদিন বঙ্গবন্ধু তাদের হৃদয়ে বসবাস করবেন। এই জায়গা থেকে বঙ্গবন্ধুকে কখনওই সরিয়ে দেওয়া যাবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর