বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে
  • প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • শান্তিরক্ষা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
  • রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার
  • অনলাইনে আ.লীগের সব প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি
  • চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড
  • সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন
  • চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
  • আ.লীগের খবর প্রকাশ করলেই শাস্তি!
  • গরুর দেশীয় জাত হারানোর বিনিময়ে আধুনিক জাত দরকার নাই

কুবিতে ই-লাইব্রেরি আছে; তবে জানেন না শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি

প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৫, ১৬:৪২

বর্তমান বিশ্বে বইয়ের এতোবেশি সংখ্যা যে তা কোনো একটি নির্দিষ্ট কক্ষে সীমাবদ্ধ করা সম্ভব নয়। তবে ডিজিটালাইজেশনের ফলে অনেক উন্নত প্রযুক্তির সাথে সাথে বইয়ের এ সমস্যার সমাধানের জন্য তৈরি হয়েছে ই-লাইব্রেরি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রীয় লাইব্রেরি আছে। এর পাশাপাশি একটি ই-লাইব্রেরি আছে। কিন্তু সেটি সম্পর্কে জানেন না বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় ই-লাইব্রেরির সম্পর্কে অবগত না তারা। প্রশাসন এ সম্পর্কে তেমন কোনো প্রচারণা করেনি বলেও দাবি করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ফাইয়াজ লালন বলেন, 'না, এ সম্পর্কে কিছুই জানতাম না। প্রশাসন থেকেও তো কিছুই জানানো হয়নি।'

বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী নাজিফা তাবাচ্ছুম বলেন, 'এরকম কিছু আছে তা জানতামই না। আমাদেরকে তো জানানোও হয়েছে বলে মনে হয় না। আপনার থেকেই জানতে পারলাম যে এমন কিছু আছে।'

২০২১-২২ সেশনের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ লিয়ন বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয়ের ই-লাইব্রেরী সম্পর্কে আমার কোনো ধারনা নেই। তবে আমার মতে ই-লাইব্রেরী থাকলে যেকোনো সময় যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক বই পেতে পারবো।'

একই সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেহা মীম বলেন, 'না আমি এসম্পর্কে কিছুই জানতাম না।'

এ ব্যাপারে নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী ফাহিমা সুলতানা রাতুয়া বলেন, "আমাদের যে ই- লাইব্রেরি আছে সেটা জানতাম না, জানতে পারলে এটির ব্যবহার আমরা করতে পারতাম। বাসায় বসে ফোনে বিভিন্ন বই পড়তে পারলে ভালো হতো। অনেক সময় তো লাইব্রেরিতে যাওয়া যায় না বিভিন্ন কারণে। এ সম্পর্কে কিছু না জানার কারণে ব্যবহারও করতে পারছি না।"

এ বিষয় ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মো. আসিফ বলেন, 'ই-লাইব্রেরী সম্পর্কে জানতামই না।'

তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা লাইব্রেরির সংশ্লিষ্ট কর্মকর্তা কারো থেকেই ই-লাইব্রেরীর বিষয়ে খুব একটা অ্যাওয়ারনেস ছড়ানো হয় না কিংবা কুবি লাইব্রেরির পরিবেশই শিক্ষার্থীদের লাইব্রেরি সম্পর্কিত নতুন তথ্য জানার অনীহা তৈরী করে। এখন জানলাম সামনে এক্সপ্লোর করে দেখবো কুবি ই-লাইব্রেরী ফিজিক্যাল লাইব্রেরির সমস্যা কতটুকু লাঘব করতে পেরেছে।"

এ বিষয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ডেপুটি লাইব্রেরিয়ান মো. মুহিউদ্দীন আলম বলেন, 'আমাদের এই ই-লাইব্রেরির সিস্টেমটা কিছুদিন একটু সমস্যার কারণে বন্ধ ছিলো। কিন্তু বেশ কিছুদিন হয়েছে এটি চলছে। শিক্ষার্থীরা চাইলেই যথাযথ উপায়ে সাইটে গিয়ে ই-লাইব্রেরির সুযোগ সুবিধা নিতে পারবে। আমাদের লাইব্রেরিতে যে কম্পিউটারগুলো আছে সেগুলো থেকে তারা চাইলেই এই সুবিধা নিতে পারবে।'

ই-লাইব্রেরির এক্সেসের বিষয় তিনি বলেন, 'তারা নিজেদের ডিভাইসে ই-লাইব্রেরির সুবিধা নিতে হলে www.openathens.net এই সাইটে গিয়ে login ক্লিক করবে। পরবর্তীতে login to MyAthens অপশনে ক্লিক করে নিজের প্রতিষ্ঠানের নাম খোঁজার জায়গায় বিশ্ববিদ্যালয়ের নাম লিখে Comilla University সিলেক্ট করবে। পরবর্তী পেইজে তাদের কাছে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড চাওয়া হবে। সেখানে তারা User ID এর জায়গায় coue-resource এবং Password এর মধ্যে cou.library2006 লিখে লগইন বাটনে ক্লিক করলেই ই-লাইব্রেরির সাইটে লগইন করতে পারবে।'

তিনি আরও বলেন, 'আমাদের ই-লাইব্রেরির মাঝে বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস, টেইলর এন্ড ফ্রেঞ্চিস, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেসের মতো বেশ কয়েকটি প্রথম সারির পাব্লিকেশন আছে। আমরা প্রয়োজনে আরও সংযোজন করবো।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর