বুধবার, ৭ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সারাদেশে বিআরটিএর ৩৫ অফিসে দুদকের অভিযান চলছে
  • সাবেক আইজিপি শহীদুলসহ ৩ জন ট্রাইব্যুনালে
  • জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে
  • নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে
  • কানাডাকে বিনিয়োগ সম্পর্ক শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার
  • রাষ্ট্রপতি নির্বাচনে নতুন পদ্ধতি চাইল এনসিপি
  • অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যাবেন জোবাইদা
  • ঈদুল আজহায় লম্বা ছুটি ঘোষণা
  • ফিরে এলেন আপোষহীন নেত্রী
  • টেকসই উন্নয়নের জন্য সকল খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান

সিলেটকে হারিয়ে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রংপুর

খেলা ডেস্ক

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৫, ১৩:১২

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত ১০ নভেম্বর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে পর্দা উঠেছিল জিয়া ক্রিকেট টুর্নামেন্টের। রোববার (১৯ জানুয়ারি) মিরপুর স্টেডিয়ামে পর্দা নেমেছে এই টুর্নামেন্টের। শিরোপা নির্ধারণী ম্যাচে সিলেট বিভাগকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ।

এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে সিলেট। দলের পক্ষে ৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন ওয়াসিফ আকবর। জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কাপালি ব্যাট হাতে গোল্ডেন ডাক মারেন। বল হাতে অবশ্য সফল ছিলেন তিনি, ২৫ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট। তবে দলকে কাঙ্খিত জয় এনে দিতে পারেননি সিলেট অধিনায়ক।

১৪৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় রংপুর। তবে যুব দলের হয়ে বিশ্বকাপ খেলা আব্দুল্লাহ আল মামুনের ব্যাটে চড়ে জয় পেতে সমস্যা হয়নি রংপুরের। এক প্রান্তে উইকেট হারাতে থাকলেও মামুনের দায়িত্বশীল ইনংসের উপর ভর করে ৪ বল আগে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে রংপুর।

জয় থেকে ৭ রান দূরে থাকতে ৫৯ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৬ রানের ইনিংস খেলে আউট হন তিনি। এ ছাড়াও নবীনের ব্যাট থেকে আসে ৩০ রানের ইনিংস। ফাইনাল সেরা হন মামুন ও টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন একই দলের অঙ্কন। ম্যাচশেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি ঢাকায় মূল পর্ব শুরু হয়। টুর্নামেন্টে অংশ নেওয়া ১০টি বিভাগের জয়ী দলের সঙ্গে মূল পর্বে যোগ হয়েছিল ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ দল। সেখান থেকেই ফাইনালে উঠে রংপুর বিভাগ ও সিলেট বিভাগ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর