রবিবার, ৪ঠা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আল জাজিরার তথ্যচিত্রে ড. ইউনূসের ভূয়সী প্রশংসা
  • ‘ফেরেশতা এলেও কয়েক মাসে এ দেশকে ঠিক করতে পারবে না’
  • ব্যবসায়ীদের হুট করে রাজনীতিবিদ হওয়া নিয়ে যা বললেন শ্রম উপদেষ্টা
  • আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ
  • টিসিবির ভুয়া কার্ড বাতিল করে স্মার্টকার্ড দেওয়া হবে
  • সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি
  • যারা জুলাইয়ের বিপক্ষে ছিল তারা হামলার প্রস্তুতি নিচ্ছে
  • ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়
  • বিমানের প্রস্তাব ফিরিয়ে দিলেন খালেদা জিয়া
  • সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান

ছাগলকাণ্ডের মতিউর রহমানের রিমান্ড শুনানি ২৭ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৫, ১৭:২৩

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আদালতে দুদকের পক্ষ থেকে এ আবেদন করা হয়। পরে মতিউর রহমানের রিমান্ড শুনানির জন্য আগামী ২৭ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত।

গত ৬ জানুয়ারি মতিউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে দুদক (দুদক)। তিন মামলাতেই মতিউরকে আসামি করা হয়।

একটি মামলায় মতিউরের প্রথম পক্ষের স্ত্রী লায়লা কানিজ ও মতিউর রহমানকে আসামি করা হয়েছে। ওই মামলার এজাহারে বলা হয়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে এক কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি এক লাখ ৫৮ হাজার ১০৬ টাকা মূল্যের সম্পদ অর্জন ও মালিকানা ভোগ দখলে রেখেছেন। এর মাধ্যমে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন লায়লা কানিজ। অবৈধভাবে এসব সম্পদ অর্জনে সহায়তা করেছেন মতিউর রহমান। তাই তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়ের করা হয়।

আরেকটি মামলায় মতিউরের মেয়ে ফারজানা রহমান ইস্পিতা, মতিউর রহমান ও লায়লা কানিজকে আসামি করা হয়েছে। এই মামলার এজাহারে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়া এবং ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এছাড়া, অন্য একটি মামলায় মতিউর রহমানসহ তার ছেলে ছাগলকাণ্ডের আহমেদ তৌফিকুর রহমান অর্ণবকে আসামি করা হয়েছে। এই মামলার এজাহারে অর্ণবের বিরুদ্ধে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্যপ্রমাণসহ ৪২ কোটি ২২ লাখ ৫৮ হাজার ২৭১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

গত ১৪ জানুয়ারি ভোরে রাজধানীর ভাটারা এলাকা থেকে মতিউর রহমানকে গ্রেফতার করা হয়। ওইদিনই অস্ত্র আইনের মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১৮ জানুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর