রবিবার, ৪ঠা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আল জাজিরার তথ্যচিত্রে ড. ইউনূসের ভূয়সী প্রশংসা
  • ‘ফেরেশতা এলেও কয়েক মাসে এ দেশকে ঠিক করতে পারবে না’
  • ব্যবসায়ীদের হুট করে রাজনীতিবিদ হওয়া নিয়ে যা বললেন শ্রম উপদেষ্টা
  • আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ
  • টিসিবির ভুয়া কার্ড বাতিল করে স্মার্টকার্ড দেওয়া হবে
  • সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি
  • যারা জুলাইয়ের বিপক্ষে ছিল তারা হামলার প্রস্তুতি নিচ্ছে
  • ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়
  • বিমানের প্রস্তাব ফিরিয়ে দিলেন খালেদা জিয়া
  • সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান

ঘন কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৫, ১৫:২৫

কুয়াশার দাপট আগের তুলনায় কিছুটা বাড়ায় দিনেও অনুভূত হচ্ছে শীত। কোথাও কোথাও বেলা করে সূর্য উঁকি দিলেও শীত নিবারণে তা মোটেও কাজে আসছে না। এই অবস্থায় আগামী ৩ দিনে কিছুটা বাড়তে পারে দিনের তাপমাত্রা। যদিও এই সময়ে আগের মতোই থাকবে কুয়াশার দাপট।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বর্ধিত ৫ দিনের প্রথম দিকে রাত ও দিনের তাপমাত্রা আবারও কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বৃহস্পতি ও শুক্রবার (২৩-২৪ জানুয়ারি) শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে কুয়াশার দাপট।

এরমধ্যে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি এই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে শুক্রবার একই সময় পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

অন্যদিকে আগামী শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এই সময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের প্রথম দিকে রাত ও দিনের তাপমাত্রা আবারও কমতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর