রবিবার, ৪ঠা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আল জাজিরার তথ্যচিত্রে ড. ইউনূসের ভূয়সী প্রশংসা
  • ‘ফেরেশতা এলেও কয়েক মাসে এ দেশকে ঠিক করতে পারবে না’
  • ব্যবসায়ীদের হুট করে রাজনীতিবিদ হওয়া নিয়ে যা বললেন শ্রম উপদেষ্টা
  • আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ
  • টিসিবির ভুয়া কার্ড বাতিল করে স্মার্টকার্ড দেওয়া হবে
  • সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি
  • যারা জুলাইয়ের বিপক্ষে ছিল তারা হামলার প্রস্তুতি নিচ্ছে
  • ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়
  • বিমানের প্রস্তাব ফিরিয়ে দিলেন খালেদা জিয়া
  • সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান

নিষিদ্ধ পিলিথিন ব্যাগে সয়লাব ভাংগা পৌর বাজার

মোসলেউদ্দিন (ইমরান), ভাংগা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৫, ১৬:৩৮

ফরিদপুরের ভাঙ্গা পৌর বাজারে প্রতিনিয়ত বেড়েই চলেছে পলিথিন ব্যাগের ব্যবহার। মাছ বাজার থেকে শুরু করে ঔষধের দোকান, মুদি দোকান, ফলের দোকান, মুদি দোকান সর্বত্রই পলিথিন ব্যাগের ছড়াছড়ি। বাজারে গিয়ে দেখা যায় প্রায় প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে এই নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে। পূর্বে যেসব দোকানে পলিথিনের বিকল্প হিসেবে কাগজের তৈরি ব্যাগ ব্যবহার করা হতো সেই সকল দোকানগুলোতে বর্তমানে কাগজের ব্যাগ বাদ দিয়ে পলিথিনে করে পন্য বিক্রি করছে।

ভাঙ্গা পৌর বাজারের এক ব্যবসায়ী বলেন, পলিথিনের বিকল্প হিসেবে কাগজের ব্যাগ থাকলেও ক্রেতারা সেটি নিতে চায় না। তাই বাধ্য হয়েই আমাদের পলিথিনের ব্যাগ ব্যবহার করতে হয়।

অন্যদিকে একজন ক্রেতা বলেন, পলিথিনের ব্যাগের বিকল্প হিসেবে তেমন কোনো ব্যাগ বাজারে না থাকায় বাধ্য হয়েই পলিথিন ব্যাগে করে বাজার নিতে হচ্ছে।

এ বিষয়ে ভাঙ্গা পৌর বাসিন্দা সাইফুল্লাহ শামীম বলেন, বর্তমানে ভাঙ্গাতে পলিথিন ব্যাগ এর ব্যবহার পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। ব্যবহৃত এসব পলিথিন ফেলানো হচ্ছে ভাঙ্গা কুমার নদীর পাড়ে। এসব পলিথিন ব্যাগ নদীর পানিতে গিয়ে দূষিত করছে নদীর পানি। এইসব পলিথিন ব্যাগ অপঁচনশীল হওয়াতে পলিথিন ব্যাগ জমে জমে নদীর গভীরতা দিন দিন কমে যাচ্ছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার ২০০২ সালে পলিথিন ব্যাগ নিষিদ্ধের বিধান করেছিল । কিন্তু সরকার কর্তৃক মনিটরিং এর অভাবে কোনোভাবেই থামছে না এর ব্যবহার। পলিথিনের ব্যবহার বৃদ্ধির ফলে পরিবেশের উপর পড়ছে বিরূপ প্রভাব। পলিথিন পচনশীল না হওয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। তাই এসব পলিথিন ব্যবহার বন্ধ করতে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া উচিত এবং কাগজের তৈরি ব্যাগ ও পাটের তৈরি ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা উচিত।

এবিষয়ে ভাংগা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান জানান, পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মোবাইল কোর্ট করে বাঁধা দেওয়া হয় এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর