শুক্রবার, ২রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান
  • সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য
  • হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রতিবেদন উপস্থাপন
  • ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি
  • শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়
  • শ্রমিকদের ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ
  • ‘শ্রমিক-মালিকদের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে’
  • মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে
  • জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের আমড়া
  • বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

কুবি কর্মকর্তা পরিষদের পূর্বের কমিটি বিলুপ্তি করে আহ্বায়ক কমিটি গঠন

কুবি প্রতিনিধি

প্রকাশিত:
৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মকর্তাদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত ২০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সভাপতিত্বে কর্মকর্তাদের নিয়ে হওয়া এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে আজ (০৫ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছেন রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার।

গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের ১০৪ জন কর্মকর্তার স্বাক্ষর নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে বলা হয়, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মতামতের প্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনৈতিক কার্যক্রম বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক স্থগিত করা হয়। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি একটি পেশাজীবী সংগঠন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বিভিন্ন সামাজিক কার্যক্রমের জন্য কর্মকর্তাদের প্রতিনিধির প্রয়োজনীয়তা অপরীসীম। এছাড়াও কর্মকর্তা পরিষদের বর্তমান সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ওএসডি থাকা এবং তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে কর্মকর্তা পরিষদের বর্তমান কমিটি বিলুপ্ত করে নিম্নোক্তভাবে আহ্বায়ক কমিটি গঠন করা হলো।

আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন– আইটি সেলের সিনিয়র প্রোগ্রামার মোহাম্মদ নাছির উদ্দিন এবং সদস্য সচিব হিসেবে আছেন– সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক। এছাড়া, সদস্য হিসেবে আছেন– অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মোঃ নাছির উদ্দিন, ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান, ডেপুটি রেজিস্ট্রার মো: মোশারফ হোসেন ভূঁইয়া এবং সেকশন অফিসার সৈয়দ আনোয়ারুল আজম।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সম্মতিক্রমে আগের কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ এমদাদুল হক বলেন, 'কর্মকর্তা অ্যাসোসিয়েশন একটি পেশাজীবি সংগঠন। এটি কর্মকর্তাদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকে। আমি আহবায়ক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছি। আমি সবসময় সকল কর্মকর্তাদের নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ!'

আহ্বায়ক মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তাগণের পেশাগত মর্যাদা, প্রাপ্য অধিকার ও সম্মান সমুন্নত রাখার নিমত্তে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদ নিরলস ভাবে কাজ করবে বলে আমি আশা রাখি। এ পরিষদ একটি আদর্শ পেশাজীবী সংগঠন হিসেবে সকল সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত থাকবে। কোনো রাজনৈতিক চিন্তা চেতনার সাথে সম্পৃক্ত হয়ে কর্মকর্তাদের অধিকার বঞ্চিত হয় এমন কোন কর্মকান্ডে জড়িত থাকবে না। একজন আদর্শ কর্মকর্তা হিসেবে প্রতিটি কর্মকর্তা নিজ নিজ দপ্তরে স্বীয় মেধা ও প্রতিভার মাধ্যমে দপ্তর/ বিভাগের সকল কার্যক্রম সূচারো ভাবে পালনে অঙ্গীকারবদ্ধ থাকবে।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর