শুক্রবার, ২রা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান
  • সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য
  • হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রতিবেদন উপস্থাপন
  • ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি
  • শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়
  • শ্রমিকদের ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ
  • ‘শ্রমিক-মালিকদের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে’
  • মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে
  • জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের আমড়া
  • বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৪৩

লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত ও দুজন আহত হয়েছেন। ইসরায়েল আর হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে। 

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) বেকা উপত্যকার জেন্নাতা শহরের কাছে শায়ারা এলাকায় একটি ড্রোন হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা যে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, তা ছিল ‘হিজবুল্লাহর সদস্যদের একটি স্থাপনা, যেখানে কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছিল।’

সেনাবাহিনী আরও দাবি করেছে, ‘এই স্থাপনার কার্যক্রম ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া সমঝোতার সরাসরি লঙ্ঘন।’

এখানে গত ২৭ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির কথা উল্লেখ করা হয়েছে, যা ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত বন্ধ করতে সহায়ক হয়েছিল।

কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। তারা হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

চুক্তির শর্ত অনুযায়ী, ৬০ দিনের বাস্তবায়নকাল ২৬ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও, ইসরায়েল দাবি করেছে যে, লেবানন চুক্তির শর্ত পুরোপুরি মানেনি, তাই তারা দক্ষিণ লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার স্থগিত রেখেছে।

চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহ নিয়ন্ত্রিত লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীর পাশাপাশি দেশটির সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে ইসরায়েল পূর্ব বেকা উপত্যকায় একাধিক হামলা চালিয়েছে, যা সাধারণত হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত। ৩১ জানুয়ারি, ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়া সীমান্তের কাছে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থানে হামলা চালিয়ে কমপক্ষে দুইজনকে হত্যা করে।

হিজবুল্লাহর কর্মকর্তা ইব্রাহিম মুসাবি এসব বিমান হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এটি অত্যন্ত বিপজ্জনক লঙ্ঘন এবং একটি সুস্পষ্ট আগ্রাসন। লেবাননের সরকারকে ইসরায়েলের এসব আক্রমণ বন্ধ করার আহ্বান জানাই।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর