বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
  • কোম্পানির মুনাফার জায়গা গোখাদ্য হতে পারে না
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব

ইবি বাংলা বিভাগের নতুন সভাপতি অধ্যাপক মনজুর

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
১৮ মার্চ ২০২৫, ১৪:১১

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের নতুন সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে অধ্যাপক ড. মনজুর রহমান। এর আগে গত ১৫ মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে ১ বছরের মধ্যে পদত্যাগ করে সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. রবিউল হোসেন।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতির কক্ষে এ দায়িত্ব হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনজুরুল হক স্বাক্ষরিত নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়, বাংলা বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রবিউল হোসেন ব্যক্তিগত কারণে সভাপতির দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে ১৫ মার্চ আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ১৬ মার্চ অব্যহতি দিয়ে তদস্থলে বাংলা বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মো. মনজুর রহমান-কে বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক ১৬ মার্চ থেকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য বাংলা বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হলো।

নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমান বলেন, সাবেক সভাপতি যা করে গেছে তার থেকে কিছুটা হলেও বাড়িয়ে কাজ করতে পারবো বলে আশাবাদী। সবার সহযোগিতা একান্ত কাম্য।

হস্তান্তর অনুষ্ঠানে অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, সাবেক ও বর্তমান সভাপতির আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বিভাগের কার্যক্রম চালিয়ে যাবে বলে আশাবাদী। যেহেতু তাঁরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিভাগের সকল শিক্ষকদের সহযোগিতা নিয়ে কাজ করে যাবেন।

এসময় উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, বাংলা নিয়ে শুরু থেকেই আবেগ কাজ করতো। ছাত্র থাকাকালীন ২য় বর্ষে ‘ভাষা ও মানবসৃষ্ট’ নামে আর্টিকেলও রয়েছে আমার। নতুন সভাপতিকে বলবো- সবাইকে নিয়ে এক পরিবারে কাজ করতে। ভাষার ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখে বিভাগকে আন্তর্জাতিক মানের দিকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর