বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
  • কোম্পানির মুনাফার জায়গা গোখাদ্য হতে পারে না
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব
  • যুদ্ধাবস্থায় আছি, পুলিশকে সজাগ থাকতে হবে
  • গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল
  • এলজিইডির ৩৬টি কার্যালয়ে দুদকের অভিযান চলছে
  • রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কিছুই বাস্তবায়ন হবে না
  • প্রবাসীদের ‘ভোটিং সিস্টেম’ নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠকে ইসি
  • ঢাকায় ৫০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

তারেক রহমানের নির্দেশে

শেরপুরের নিহত পরিবারের পাশে বগুড়ার জেলা যুবদল নেতা নাহিদ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত:
২৮ মার্চ ২০২৫, ১৫:৪৫

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ২০০৮ সালের জাতীয় নির্বাচনের মিছিলে আওয়ামী লীগের  সন্ত্রাসী কর্তৃক ট্রাক চাপায় নিহত পরিবারের কাছে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন বগুড়া জেলা যুবদলের যুগ্ন সম্পাদক নাহিদ রহমান। আজ শুক্রবার ২৮ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই উপহার সামগ্রী বিতরন করা হয়।

এসময় বগুড়া জেলা যুবদলের যুগ্ন সম্পাদক নাহিদ রহমান বলেন, আজকের এই দিনে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে দাঁড়িয়েছি, যেখানে আমাদের প্রিয় সন্তানরা তাদের জীবন দিয়েছেন। যখন তারা জাতির প্রয়োজনে ও গণতন্ত্রের পক্ষে ছিলেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের ট্রাক চাপায় যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সহমর্মিতা। তারা আমাদের সাহসী যোদ্ধা, যারা গণতন্ত্র ও দেশের উন্নতির জন্য আত্মত্যাগ করেছেন।

আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। ঈদুল ফিতরের এই পবিত্র উৎসবে আমরা চেষ্টা করেছি তাদের কিছু সুখ, শান্তি, ও সান্ত্বনা প্রদান করতে। আমরা জানি, কোন উপহার তাদের শোক দূর করতে পারবে না, তবে আমরা তাদের জানাতে চাই যে তারা একা নয়, আমরা সবসময় তাদের পাশে আছি।

আল্লাহ তাদের আত্মাকে শান্তি দান করুন, এবং তাদের পরিবারের সকল সদস্যকে শক্তি দিন এই কঠিন সময়ে। আমাদের প্রতিশ্রুতি যতদিন না তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, ততদিন আমরা তাদের পাশে থাকব।

ঈদের আনন্দে, আসুন আমরা একসাথে এগিয়ে চলি, সবার জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে।

এসময় নিহতের পরিবারের লোকজনসহ স্থানীয় বিএনপি নেতা মদু খা, মকবুল হোসেন, রফিকুল ইসলাম, যুবদল নেতা নাজমুল ইসলাম, শাহিনুর রহমান সুমন, সোহেল রানা, শাকিল খন্দকার, ফয়সাল কবির জয়, ছাত্রদল নেতা ইব্রাহিম খলিল, সোহাগ সরকার, মনির হোসেন, নাসির উদ্দীন আলিফ প্রমুখ।

উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনী মিছিলে শেরপুর উপজেলার মহিপুরে আওয়ামী সন্ত্রাসীরা কৌশলে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর