বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
  • কোম্পানির মুনাফার জায়গা গোখাদ্য হতে পারে না
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব
  • যুদ্ধাবস্থায় আছি, পুলিশকে সজাগ থাকতে হবে
  • গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল
  • এলজিইডির ৩৬টি কার্যালয়ে দুদকের অভিযান চলছে
  • রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কিছুই বাস্তবায়ন হবে না
  • প্রবাসীদের ‘ভোটিং সিস্টেম’ নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠকে ইসি
  • ঢাকায় ৫০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ এপ্রিল ২০২৫, ১৩:০৫

ভারতের পশ্চিমবঙ্গ ও গুজরাটে দুটি আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পৃথক এ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। 

সোমবার (৩১ মার্চ) রাতে ও মঙ্গলবার (১ এপ্রিল) সকালে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১ এপ্রিল) সকালে গুজরাটের বানসকাঁথা জেলার দিসায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১৩ জন নিহত ও ৬ জন আহত হন। পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

এর আগে, সোমবার (৩১ মার্চ) রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা থানার ঢোলাহাটের রায়পুরে একটি আতশবাজি মজুত করা বাড়িতে বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের ৪ শিশুসহ ৮ জন নিহত হয়।

দুর্ঘটনাকবলিত বাড়িটি বণিক বাড়ি নামে পরিচিত। এই পরিবারের সদস্যরা আতশবাজি তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এ সময় ওই বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান, তারা আগে থেকেই আতশবাজির কারখানাটি সরিয়ে নেওয়ার দাবি করে আসছিলেন। তবে সেই দাবি উপেক্ষা করে বসতবাড়িতে বিপুল পরিমাণ আতশবাজি মজুত করে রাখা হয়। ঘটনার পর থেকে বাড়ির দুই সহোদর চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিক নিখোঁজ।

এদিকে গুজরাটের ঘটনায় শোক জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল। নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণাও দিয়েছেন তিনি। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর