বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
  • কোম্পানির মুনাফার জায়গা গোখাদ্য হতে পারে না
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব
  • যুদ্ধাবস্থায় আছি, পুলিশকে সজাগ থাকতে হবে
  • গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল
  • এলজিইডির ৩৬টি কার্যালয়ে দুদকের অভিযান চলছে
  • রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কিছুই বাস্তবায়ন হবে না
  • প্রবাসীদের ‘ভোটিং সিস্টেম’ নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠকে ইসি
  • ঢাকায় ৫০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজার বাসিন্দারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৫, ১২:৪৯

ইসরাইল ত্রাণ ও খাদ্যসামগ্রী প্রবেশ বন্ধ করে দেওয়ায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। ময়দা ও অন্যান্য সামগ্রীর অভাবে বন্ধ হয়ে গেছে বেকারিগুলো। এমন অবস্থায় গত বছর মার্চ মাসের মতো আবারও দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ফিলিস্তিনিরা।

গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে অনুমতি দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে নেতানিয়াহু প্রশাসন তাতে কর্ণপাত করছে না। তাদের দাবি, গাজায় এখনো পর্যাপ্ত খাদ্যসামগ্রী রয়েছে। তাদের এই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে জাতিসংঘ। এমন পরিস্থিতির মধ্যে গাজাজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী।

এক টুকরো রুটি পাওয়ার আশায় দীর্ঘ অপেক্ষায় গাজার বাসিন্দারা। পেটে ক্ষুধা আর অসহায়ত্বের ছাপ চোখেমুখে স্পষ্ট। ময়দা, জ্বালানী ও অন্যান্য উপকরণের অভাবে বন্ধ উপত্যকার খাবারের দোকান। এ অবস্থায় ক্ষুধার জ্বালা নিয়ে দিন পার করছেন ফিলিস্তিনিরা। এমনটাই জানিয়েছে গাজার বেকারি সমিতি।

গত মার্চ মাসের শুরুতে গাজায় মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দেয় ইসরাইল। গতকাল বুধবার পর্যন্ত টানা ৩১ দিন ধরে ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় চরম খাদ্য সংকটের মুখে পড়েছেন বাসিন্দারা।

এ বিষয়ে গাজার সিভিল ডিফেন্স ফোর্স বলছে, গত বছর মার্চে যে দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিলেন বাসিন্দারা এবারও সে পথেই হাঁটছেন তারা। গাজার এক বাসিন্দা বলছিলেন, সীমান্ত ক্রসিং বন্ধ। গাজার পরিস্থিতি কঠিন। মানুষ অনেক কষ্ট করছে।

তবে এখনো গাজায় পর্যাপ্ত খাবার রয়েছে বলে দাবি করেছে তেল আবিব। তাদের এই দাবিকে হাস্যকর বলে অভিহিত করেছে জাতিসংঘ। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, মানবিক সহায়তার শেষ সীমায় পৌঁছে গেছে গাজা।

দুজারিক আরও বলেন, ছয় সপ্তাহের যুদ্ধবিরতির সময় গাজায় প্রবেশ করা মানবিক সহায়তা হামাস জব্দ করেছে এ বিষয়ে ইসরাইলি কর্মকর্তারা যে দাবি করেছেন, তা সত্য নয়। জাতিসংঘের বিতরণ করা সব সহায়তার যথাযথ হিসাব সংরক্ষণের পাশাপাশি তা পরিচালনা করা হয়েছে।

পাশাপাশি গাজায় বেশ কয়েকজন উদ্ধারকর্মীর লাশ পাওয়ার বিষয়ে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। গত সোমবার গাজার দক্ষিণাঞ্চলে বালির ভেতর একটি গণকবর থেকে রেড ক্রিসেন্ট, ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ও জাতিসংঘের ১৫ উদ্ধারকর্মীর লাশ উদ্ধার করা হয়।

গত ২৩ মার্চ রাফায় আহত ব্যক্তিদের সাহায্যে তাদের পাঠানো হয়। এরপর ইসরাইলি বাহিনীর নৃশংসতার শিকার হন ওই উদ্ধারকর্মীরা। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও গত মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরাইল। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর