মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
  • কোম্পানির মুনাফার জায়গা গোখাদ্য হতে পারে না
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব
  • যুদ্ধাবস্থায় আছি, পুলিশকে সজাগ থাকতে হবে
  • গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল
  • এলজিইডির ৩৬টি কার্যালয়ে দুদকের অভিযান চলছে
  • রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কিছুই বাস্তবায়ন হবে না
  • প্রবাসীদের ‘ভোটিং সিস্টেম’ নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠকে ইসি
  • ঢাকায় ৫০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

প্রতিপক্ষ কোচের নাক টেনে বিতর্কে মরিনহো

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৫, ১৬:১৯

তুর্কি কাপে গালাতাসারাইয়ের বিপক্ষে হেরেছে গেছে ফেনেরবাচ। এই হার শুধু তাদের বিদায় নিশ্চিত করেনি, বরং দলের কোচ হোসে মরিনহোকে নতুন এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

ম্যাচ শেষে স্বঘোষিত 'স্পেশাল ওয়ান' প্রতিপক্ষ কোচ ওকান বুরুকের নাক ধরে টানেন, যা মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছিল চরমে। ভিক্টর ওসিমেনকে বদলি নামানোর পর খেলায় বিরতি পড়ে, তখন দুই দলের খেলোয়াড়দের মধ্যে ঝামেলা বাধে। এই ঘটনায় ফেনেরবাচের মের্ট হাকান ইয়ানদাসসহ পাঁচজন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। যদিও পরিস্থিতি তখনই শান্ত হয়েছে বলে মনে হচ্ছিল, কিন্তু ম্যাচ শেষে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবার দুই কোচের মধ্যে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে মরিনহো পেছন থেকে দৌড়ে এসে ওকান বুরুকের নাক ধরে টান দেন। এতে বুরুক মাটিতে পড়ে যান, আর মরিনহোকে তার খেলোয়াড়রা দ্রুত ড্রেসিংরুমে নিয়ে যায়। অন্যদিকে, বুরুক উঠে দাঁড়িয়ে গালাতাসারাইয়ের জয় উদযাপন করেন।

আসলে মরিনহো ও বুরুকের মধ্যে আগে থেকেই কথার লড়াই চলছিল। তবে মরিনহোর এই আচরণ সেটিকে আরও বাড়িয়ে তুলেছে। তার সাম্প্রতিক কিছু মন্তব্যও সমালোচিত হয়েছে, বিশেষ করে তুর্কি লিগ সম্পর্কে তার মন্তব্য, "এটা খুব অন্ধকার, খুব ধূসর, গন্ধও খারাপ"—যা অনেকে বর্ণবাদী হিসেবে দেখছেন।

এছাড়া, ইউরোপীয় ফুটবলের অন্যতম সফল এই পর্তুগিজ কোচ গালাতাসারাইয়ের তারকা মাউরো ইকার্দির সঙ্গেও কথার লড়াইয়ে জড়িয়েছেন।

এটাই প্রথম নয়, এর আগেও মরিনহো এমন কাণ্ড ঘটিয়েছেন। ২০১১ সালের স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার সহকারী কোচ তিতো ভিলানোভাকে চোখে আঙুল দিয়ে আঘাত করেছিলেন তিনি।

এখনও পর্যন্ত মরিনহোর শাস্তি কী হবে, তা জানা যায়নি। তবে তার ভবিষ্যৎ যে অনিশ্চিত, তা স্পষ্ট। ফেনেরবাচ তুর্কি কাপ থেকে বিদায় নিয়েছে। তাদের একমাত্র ভরসা এখন লিগ শিরোপা। তারা বর্তমানে পয়েন্ট তালিকায় গালাতাসারাইয়ের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে, তবে এক ম্যাচ কম খেলে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর