মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
  • কোম্পানির মুনাফার জায়গা গোখাদ্য হতে পারে না
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব
  • যুদ্ধাবস্থায় আছি, পুলিশকে সজাগ থাকতে হবে
  • গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল
  • এলজিইডির ৩৬টি কার্যালয়ে দুদকের অভিযান চলছে
  • রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কিছুই বাস্তবায়ন হবে না
  • প্রবাসীদের ‘ভোটিং সিস্টেম’ নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠকে ইসি
  • ঢাকায় ৫০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ইমনের ১৫ বলের ফিফটি

বাংলাদেশের ক্রিকেটে নতুন রেকর্ড

খেলা ডেস্ক

প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৫, ১৮:০১

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রোববার (৬ এপ্রিল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে ইতিহাস গড়েছেন আবাহনী লিমিটেডের ওপেনার পারভেজ হোসেন ইমন। মাত্র ১৫ বলেই অর্ধশতক পূর্ণ করে তিনি স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছেন।

বিকেএসপিতে অনুষ্ঠিত এই ম্যাচে ইমন ইনিংসটি শেষ করেন ২৩ বলে ৬১ রান করে, যেখানে ছিল ৪টি চার ও ৬টি বিশাল ছক্কা। তাঁর এই ধ্বংসাত্মক ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শাইনপুকুর।

ইমনের আগের দ্রুততম ফিফটির রেকর্ড ছিল শুভাগত হোমের দখলে। ২০১৯ সালে মোহামেডানের হয়ে খেলতে গিয়ে শাইনপুকুরের বিপক্ষে ১৬ বলে অর্ধশতক করেছিলেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে দ্রুত ফিফটির রেকর্ড রয়েছে ফরহাদ রেজা ও হাবিবুর রহমানের নামে, যারা ১৮ বলে ফিফটি করেছিলেন যথাক্রমে ২০১৯ ও ২০২৩ সালে।

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শাইনপুকুর ৮৮ রানে গুটিয়ে যায়। আবাহনীর বোলারদের নিখুঁত আক্রমণে একপ্রকার ছিন্নভিন্ন হয়ে যায় তাদের ব্যাটিং লাইনআপ। জবাবে আবাহনী মাত্র ৬.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়, জয় তুলে নেয় ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

পারভেজ হোসেন ইমনের সঙ্গে ওপেন করতে নামা জিসান আলম অপরাজিত থাকেন ১৭ রানে (১৭ বল, ২ চার, ১ ছক্কা)। তবে ম্যাচজয়ী নায়ক ছিলেন নিঃসন্দেহে ইমন, যার টর্নেডো ইনিংস যেন চোখে লেগে থাকার মতো।

এই ইনিংস দিয়ে ইমন শুধু ম্যাচই জেতাননি, তুলে নিয়েছেন নিজের নাম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের রেকর্ড বইয়ে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর