সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন
  • সরানো হলো আরও এক উপদেষ্টার পিএসকে
  • জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে গণঅধিকার পরিষদ
  • জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে প্রজ্ঞাপন
  • মে মাসেই শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার
  • দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
  • হজ ফ্লাইট শুরু আজ
  • শিক্ষায় পিছিয়ে থাকায় গৃহকর্মীরা নির্যাতনের শিকার হন
  • জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

ট্রাম্প

শি জিনপিং খুবই বুদ্ধিমান, আমাদের দারুণ একটি চুক্তি হবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৫, ১২:৩১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুল্ক তিনি চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে আলোচনার কথা বিবেচনা করবেন।

বুধবার (৯ এপ্রিল) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ হবে সবচেয়ে লাভজনক বিনিয়োগ।

ট্রাম্প বলেন, শি জিনপিং খুবই বুদ্ধিমান। তিনি বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষদের একজন। আর শেষ পর্যন্ত আমাদের মধ্যে খুব ভালো একটি চুক্তি হবে।

চীনা প্রেসিডেন্টের প্রসঙ্গ ছেড়ে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের এমন সব অস্ত্র আছে, যেগুলোর কথা কেউ জানেই না। এরপর আবার শি জিনপিংয়ের প্রশংসায় ফেরেন।

তিনি বলেন, শি একজন দূরদর্শী নেতা, যিনি জানেন কোন মুহূর্তে কী পদক্ষেপ নিতে হয়। তার মধ্যে নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। এক সময় আমাদের মধ্যে ফোনালাপ হবেই, আর তারপর শুরু হবে নতুন করে আলোচনার দৌড়।

এর আগে চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানান তিনি।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, চীনের পক্ষ থেকে বিশ্ববাজারের প্রতি যে অসম্মান প্রদর্শন করা হয়েছে, তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের ওপর আরোপিত শুল্ক ১২৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের ওপর নতুন করে ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেন। চীনের পাল্টা শুল্কের ঘোষণায় যুক্তরাষ্ট্র আরও দুই দফায় শুল্ক বাড়িয়ে ৮৪ শতাংশ পর্যন্ত নেয়। এবার ট্রাম্প তা ১২৫ শতাংশ করার ঘোষণা দিলেন।

চীন বাদে অন্যসব দেশের ওপর আরোপ করা পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর