সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন
  • সরানো হলো আরও এক উপদেষ্টার পিএসকে
  • জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে গণঅধিকার পরিষদ
  • জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে প্রজ্ঞাপন
  • মে মাসেই শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার
  • দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
  • হজ ফ্লাইট শুরু আজ
  • শিক্ষায় পিছিয়ে থাকায় গৃহকর্মীরা নির্যাতনের শিকার হন
  • জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

রিজওয়ানা হাসান

ঢাকার চতুর্দিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৫, ১৫:৪৬

ঢাকা শহরের চতুর্দিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পানি ভবনের সম্মেলন কক্ষে উপদেষ্টা রিজওয়ানা হাসানের সঙ্গে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পানি বিষয়ক গ্লোবাল পার্টনার এর প্র্যাকটিস ম্যানেজারের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, এরই মধ্যে ঢাকা শহরের অভ্যন্তরে ৬টি খাল খননের কাজ চলমান রয়েছে এবং এ বছরই আরও ১২টিসহ মোট ১৯টি খাল দখল ও দূষণমুক্ত করার কাজ বাস্তবায়ন করা হবে।

উপদেষ্টা বলেন, ঢাকার চারপাশের ৪টি নদী বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতালক্ষ্যা নদী দখল ও দূষণমুক্ত করতে কাজ শুরু করা হবে। যেটা আমাকে আনন্দিত করে, সেটা হলো এখন পানি উন্নয়ন বোর্ড কমিউনিটির দিকে এগিয়ে আসছে। যখনই কোনো সংবাদ প্রকাশ পায় এবং যদি তারা তাৎক্ষণিক সাড়া দেয়, যদি সরাসরি গিয়ে মানুষের সঙ্গে কথা বলে, তাহলে সেটার একটা প্রভাব পড়ে। এতে তাদের বিশ্বাসযোগ্যতাও বাড়ে। মানুষ তাদের ওপর আস্থা রাখতে শুরু করে। আমি এখানেই আন্তরিকভাবে কাজ করছি।

উপদেষ্টা বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে উপদেষ্টা ঢাকার চারপাশের ৪টি নদী দখল ও দূষণমুক্ত করতে বিশ্বব্যাংকের সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা বলেন, সবার আগে দরকার মানুষের সঙ্গে আস্থা তৈরি করা। সেটাই প্রথম এজেন্ডা হওয়া উচিত।  

উপদেষ্টা আরও বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একজন প্রকৌশলী আর একজন সমাজকর্মীর মধ্যে সমন্বয় হওয়া দরকার যাতে করে মানুষের জরুরি প্রয়োজনগুলোতে আন্তরিকতার সঙ্গে সহমর্মী হওয়া যায়।

তিনি আরও বলেন, আমাদের এখানে তিনটি প্রধান সমস্যা-একটি হলো বন্যা ও ভাঙন, একটি হলো সেচের জন্য পানি না পাওয়া, আরেকটি হলো পলি জমা। প্রকল্প গ্রহণের সময় এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর