সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে গণঅধিকার পরিষদ
  • জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে প্রজ্ঞাপন
  • মে মাসেই শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার
  • দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
  • হজ ফ্লাইট শুরু আজ
  • শিক্ষায় পিছিয়ে থাকায় গৃহকর্মীরা নির্যাতনের শিকার হন
  • জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল
  • বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী উরুগুয়ে
  • এসআই হিসেবে ৫৯৯ জনকে প্রাথমিকভাবে নিয়োগের সুপারিশ

চলতি সপ্তাহেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতি চুক্তির আশা ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৫, ১৩:৪৬

তিন বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ খুব শিগগিরই বন্ধের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রত্যাশা, যুদ্ধরত দেশ দুটির মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন সম্ভব হবে চলতি সপ্তাহেই। অবশ্য কোন শর্ত মেনে এই চুক্তি হতে পারে, তা জানাননি মার্কিন প্রেসিডেন্ট। 

সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদন অনুযায়ী, রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, খুব শিগগিরই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি হবে বলে আমি বিশ্বাস করি। আমি চাই, এই সপ্তাহেই দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছাক।

একইদিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, দুই দেশ যদি একটি চুক্তিতে পৌঁছে যায়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ব্যবসা করতে পারবে। আর এই ব্যবসা থেকে বিশাল অংকের মুনাফা অর্জন করবে সবাই। যুক্তরাষ্ট্র এখন উন্নতির পথে।

চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ওয়াশিংটন। রাশিয়া ও ইউক্রেন—দুই দেশের সঙ্গেই সমঝোতার পথ খুঁজতে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন চালানোর পর থেকেই যুদ্ধ চলছে দুদেশের মধ্যে। এতে উভয় পক্ষেই ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে। তিন বছরের বেশি সময় ধরে যুদ্ধ চললেও এখন পর্যন্ত কোনও স্থায়ী শান্তিচুক্তি হয়নি দুইপক্ষের মধ্যে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর